Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
New star Patralekha wedding veil has gone viral, why?

পত্রলেখার বিয়ের সাজের ওড়না হয়ে গেলো ভাইরাল, কেন?

পত্রলেখার বিয়ের সাজের ওড়না হয়ে গেলো ভাইরাল, কেন?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ওড়না

পত্রলেখার বিয়ের সাজের ওড়না হয়ে গেলো ভাইরাল, কেন?  বলিউডে শুরু হয়ে গিয়েছে  বিয়ের মরসুম।  আর এই মরসুমের শুরুতেই সাত পাকে বাঁধা পড়েছেন রাজকুমার রাও ও পত্রলেখা পাল। দীর্ঘ ১১ বছরের সম্পর্ক অবশেষে পরিণতি পেল গত  ১৫ নভেম্বর। ধুমধাম করে চণ্ডীগড়ে বিয়ে করলেন বলিউডের নতুন তারকা-দম্পতি।

 

বিয়ের বিশেষ সাজে বাঙালি তনয়া পত্রলেখার মাথায় বাংলায় লেখা ওড়না তুমুলভাবে ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যে ওড়নার গায়ে লেখা ছিল, ‘আমার পরান ভরা ভালবাসা আমি তোমায় সমর্পণ করিলাম!’ বিয়ের মরসুমে এই ওড়নার চাহিদাও বেড়ে গিয়েছে অনেকটাই। এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল রাজকুমার-পত্রলেখার আরও এক বিশেষ দিনের সাজ।

 

 

আর ও পড়ুন    হাতির আক্রমনে মৃত্যু হল এক মহিলার

 

 

পরনে দুধ সাদা রঙের গাউন। মুখ ঢাকা আইভোরি রঙের স্বচ্ছ ওড়নায়। গলায় এবং হাতে মানানসই হিরের গয়না। কানে হিরের ছোট্ট দুল। চুলে খোপা। পত্রলেখার মুখে আলতো হাসি। বিশেষ দিনের এই সাজ তাঁর ‘রাজকুমারের’ মতোই নজর কেড়ে নিয়েছে নেট নাগরিকদের।

 

ডিজাইনার মনিকা অ্যান্ড করিশ্মার ডিজাইন করা পোশাকে সেজে উঠেছিলেন পত্রলেখা। বাঙালি মতে বিয়ের আগে খ্রিস্টান মতে বিয়ে করেছেন রাজকুমার-পত্রলেখা। এই বিশেষ দিনে দুজনই সাদা রঙের পোশাকে সেজে উঠেছিলেন। পত্রলেখার মতো রাজকুমারের পরনেও ছিল সাদা রঙের পাঞ্জাবি, পাজামা। আংটি বদলের আগে পত্রলেখাকে রাজকুমারের প্রেম নিবেদনের ভিডিও যদিও ভাইরাল হয়েছিল ইনস্টাগ্রামে।

 

উল্লেখ্য, পত্রলেখার বিয়ের সাজের ওড়না হয়ে গেলো ভাইরাল, কেন?  বলিউডে শুরু হয়ে গিয়েছে  বিয়ের মরসুম।  আর এই মরসুমের শুরুতেই সাত পাকে বাঁধা পড়েছেন রাজকুমার রাও ও পত্রলেখা পাল। দীর্ঘ ১১ বছরের সম্পর্ক অবশেষে পরিণতি পেল গত  ১৫ নভেম্বর।

 

ধুমধাম করে চণ্ডীগড়ে বিয়ে করলেন বলিউডের নতুন তারকা-দম্পতি।বিয়ের বিশেষ সাজে বাঙালি তনয়া পত্রলেখার মাথায় বাংলায় লেখা ওড়না তুমুলভাবে ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যে ওড়নার গায়ে লেখা ছিল, ‘আমার পরান ভরা ভালবাসা আমি তোমায় সমর্পণ করিলাম!’ বিয়ের মরসুমে এই ওড়নার চাহিদাও বেড়ে গিয়েছে অনেকটাই। এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল রাজকুমার-পত্রলেখার আরও এক বিশেষ দিনের সাজ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top