প্রবল তুষারপাতের জেরে আটকে উলুবেড়িয়ার ৮ পর্যটক

প্রবল তুষারপাতের জেরে আটকে উলুবেড়িয়ার ৮ পর্যটক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
জেরে

প্রবল তুষারপাতের জেরে আটকে উলুবেড়িয়ার ৮ পর্যটক।  সিকিমে গিয়ে তুষারপাত দেখার পরিকল্পনা ছিল উলুবেড়িয়ার ৮ যুবকের। সেইমতো ২৫ ডিসেম্বর পারিজাত, গঙ্গারামপুর,নীমদিঘি থেকে ৮ যুবক সিকিমের উদ্দ্যেশে রওনা দেয়। কিন্তু তুষারপাত দেখতে গিয়ে এইরকম যে বিপদে পড়তে হবে সেটা কল্পনাও করতে পারেনি এই ৮ যুবক। তুষারপাতের ফলে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফেরা নিয়ে এখন দিশাহারা উলুবেড়িয়ার এই যুবকেরা।

 

জানা গেছে ২৫ ডিসেম্বর ৮ যুবক উলুবেড়িয়া থেকে সিকিমের উদ্দেশ্যে রওনা দেয়। সোমবার বিকেলে তারা উত্তর সিকিমের লাচুং পৌঁছায়। সেখানে রাত কাটিয়ে পরেরদিন শিলিগুড়ি থেকে ফেরার ট্রেন ধরার কথা ছিল তাদের। যদিও সোমবার রাত থেকে একনগাড়ে তুষারপাত শুরু হওয়ায় ঘরে ফেরা দূরে থাক হোটেলবন্দি থাকতে হয়েছে এই পর্যটকদের।

 

আর ও  পড়ুন    আগামীকাল জানা যাবে সৌরভের করোনার ধরন ওমিক্রন কি না

 

বুধবার দুপুরে আবহাওয়া সামান্য উন্নতি হলে তারা ফেরার জন্য রওনা দিলেও পুনরায় তুষারপাত শুরু হওয়ায় হোটেলে ফিরতে বাধ্য হয় পর্যটকরা। পর্যটকদের বক্তব্য সোমবার রাত থেকে প্রবল তুষারপাত শুরু হয় বরফের আস্তরণে ঢাকা পড়েছে রাস্তাঘাট থেকে হোটেল।

 

দোকানপাটের পাশাপাশি যানবাহন সম্পূর্ণ স্তব্ধ। উলুবেড়িয়া পারিজাতের বাসিন্দা মুসিবুর খন্দকার জানান প্রবল তুষারপাতের কারণে শিশু সহ কয়েক হাজার পর্যটক লাচুং এ আটকে আছে। দোকানপাট বন্ধ থাকায় খাবারের সমস্যা দেখা দিয়েছে। এমনকি এক রাত থাকার জন্য হোটেলে একটা ঘরের জন্য ১০ হাজার টাকা দাবি করা হচ্ছে।

 

তার বক্তব্য মঙ্গলবার শিলিগুড়ি থেকে ট্রেন ধরার কথা থাকলেও টিকিট বাতিল করতে হয়েছে। তবে কবে নিচে নামতে পারবে সেটা নিয়েও দুশ্চিন্তায় পর্যটকরা। ক্রমশ টাকা শেষ হয়ে আসায় বাড়তি দুশ্চিন্তা গ্রাস করেছে তাদের। তাদের কাতর আজি রাজ্য সরকার যেন তাদের ফেরানোর ব্যাবস্থা করে।

 

উল্লেখ্য,প্রবল তুষারপাতের জেরে আটকে উলুবেড়িয়ার ৮ পর্যটক।  সিকিমে গিয়ে তুষারপাত দেখার পরিকল্পনা ছিল উলুবেড়িয়ার ৮ যুবকের। সেইমতো ২৫ ডিসেম্বর পারিজাত, গঙ্গারামপুর,নীমদিঘি থেকে ৮ যুবক সিকিমের উদ্দ্যেশে রওনা দেয়। কিন্তু তুষারপাত দেখতে গিয়ে এইরকম যে বিপদে পড়তে হবে সেটা কল্পনাও করতে পারেনি এই ৮ যুবক। তুষারপাতের ফলে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফেরা নিয়ে এখন দিশাহারা উলুবেড়িয়ার এই যুবকেরা। জানা গেছে ২৫ ডিসেম্বর ৮ যুবক উলুবেড়িয়া থেকে সিকিমের উদ্দেশ্যে রওনা দেয়। সোমবার বিকেলে তারা উত্তর সিকিমের লাচুং পৌঁছায়। সেখানে রাত কাটিয়ে পরেরদিন শিলিগুড়ি থেকে ফেরার ট্রেন ধরার কথা ছিল তাদের। যদিও সোমবার রাত থেকে একনগাড়ে তুষারপাত শুরু হওয়ায় ঘরে ফেরা দূরে থাক হোটেলবন্দি থাকতে হয়েছে এই পর্যটকদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top