করোনা বিধি নিষেধ মেনে শুরু হলো সুন্দরবন মিলনমেলা।মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ ব্লকের মাতলা অঞ্চলের গোলকুঠি পাড়া গ্রামে কোভিড বিধির নিয়ম কানুন মেনেই শুরু হল সুন্দরবন মিলন মেলা।মেলা শুভ সূচনা করেন মাতলা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম দাস।মেলার আয়োজন পুরাতন চাঁদনী মিলন সংঘ।মেলা চলবে ২৫ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
মেলার প্রথম দিনের সাধরণ মানুষের মুখে ছিল মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখে।মেলার সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ঝুমুর নৃত্যের তালে তালে।মেলায় বসেছে বিভিন্ন ধরনের স্টল।তবে ঢাকার পিঠের স্টল এবং সুন্দরবনের মধুর সকলের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।মেলায় বসেছে হরেক রকম দোকানপাট,ইলেকট্রিক নাগর দোলা।
সুন্দরবন মিলন মেলা কমিটির সহ সভাপতি নিতাই সূতার বলেন কোভিড বিধির নিয়ম কানুন মেনেই এই মেলার শুভ সূচনা হয়।রাজারলাট পুরাতন চাঁদনী গ্রামের বেশির মানুষজন মৎস্যজীবী এবং জেলে সম্প্রদায়ের বসবাস।সকল গ্রামবাসী এগিয়ে এসেছে এই মেলাকে স্বার্থক করে তুলতে।
আর ও পড়ুন বকখালি সমুদ্র সৈকত থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
উল্লেখ্য, করোনা বিধি নিষেধ মেনে শুরু হলো সুন্দরবন মিলন মেলা।মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ ব্লকের মাতলা অঞ্চলের গোলকুঠি পাড়া গ্রামে কোভিড বিধির নিয়ম কানুন মেনেই শুরু হল সুন্দরবন মিলন মেলা।মেলা শুভ সূচনা করেন মাতলা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম দাস।মেলার আয়োজন পুরাতন চাঁদনী মিলন সংঘ।মেলা চলবে ২৫ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার প্রথম দিনের সাধরণ মানুষের মুখে ছিল মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখে।
মেলার সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ঝুমুর নৃত্যের তালে তালে।মেলায় বসেছে বিভিন্ন ধরনের স্টল।তবে ঢাকার পিঠের স্টল এবং সুন্দরবনের মধুর সকলের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।মেলায় বসেছে হরেক রকম দোকানপাট,ইলেকট্রিক নাগর দোলা। সুন্দরবন মিলন মেলা কমিটির সহ সভাপতি নিতাই সূতার বলেন কোভিড বিধির নিয়ম কানুন মেনেই এই মেলার শুভ সূচনা হয়।রাজারলাট পুরাতন চাঁদনী গ্রামের বেশির মানুষজন মৎস্যজীবী এবং জেলে সম্প্রদায়ের বসবাস।সকল গ্রামবাসী এগিয়ে এসেছে এই মেলাকে স্বার্থক করে তুলতে।
মেলার প্রথম দিনের সাধরণ মানুষের মুখে ছিল মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখে।মেলার সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ঝুমুর নৃত্যের তালে তালে।মেলায় বসেছে বিভিন্ন ধরনের স্টল।তবে ঢাকার পিঠের স্টল এবং সুন্দরবনের মধুর সকলের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।মেলায় বসেছে হরেক রকম দোকানপাট,ইলেকট্রিক নাগর দোলা।সুন্দরবন মিলন মেলা কমিটির সহ সভাপতি নিতাই সূতার বলেন কোভিড বিধির নিয়ম কানুন মেনেই এই মেলার শুভ সূচনা হয়।রাজারলাট পুরাতন চাঁদনী গ্রামের বেশির মানুষজন মৎস্যজীবী এবং জেলে সম্প্রদায়ের বসবাস।সকল গ্রামবাসী এগিয়ে এসেছে এই মেলাকে স্বার্থক করে তুলতে।