হকারদের উপর জুলুমবাজি বন্ধের দাবি আইএনটিটিইউসি-র । হকারদের উপর নানান ভাবে জুলুমবাজি করছে রেল দপ্তর। বিভিন্ন মামলায় জড়িয়ে তাদের হাজতে পুড়ে দিচ্ছেন তারা। শুধু তাই নয় স্টেশনের থাকা ভেন্ডারদের উপরেও উচ্ছেদ প্রক্রিয়া চালাচ্ছে রেল দপ্তর। তারই প্রতিবাদে শুক্রবার এন জে পি আইএনটিটিইউসি বিক্ষোভে সামিল হয়।এদিন এনজেপি তাদের দলীয় দপ্তর থেকে একটি বিশাল মিছিল সংঘটিত করা হয় যা রেলের এ ডি আর এম অফিসে শেষ হয়। সেখানেই বিক্ষোভ প্রদর্শন করা হয় রেলের বিরুদ্ধে।
শুধু তাই নয় দাবি সম্মেলিত স্মারকলিপি জমা দেওয়া হয় রেলওয়ে ডিআরএম কে। সংগঠনের কনভেনার থেকে সুজয় সরকার জানান, রেলকে বেসরকারিকরণ করার জন্যই তাদের এই উচ্ছেদ,ও জুলুমবাজি প্রক্রিয়া।অবিলম্বে হকার ও ভ্যান্ডারদের বিকল্প কাজের ব্যবস্থা করুক রেল।না হলে উচ্ছেদ প্রক্রিয়া কোন ভাবেই মেনে নেব নেবে না তৃনমুল শ্রমিক সংগঠন।পাশাপাশি গুডস এয়ার্ডে পরিকাঠামো উন্নয়নের দাবিও জানান তারা।আগামীতে তাদের দাবির প্রতি সহানুভুতি না দেখালে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
উল্লেখ্য, হকারদের উপর নানান ভাবে জুলুমবাজি করছে রেল দপ্তর। বিভিন্ন মামলায় জড়িয়ে তাদের হাজতে পুড়ে দিচ্ছেন তারা। শুধু তাই নয় স্টেশনের থাকা ভেন্ডারদের উপরেও উচ্ছেদ প্রক্রিয়া চালাচ্ছে রেল দপ্তর। তারই প্রতিবাদে শুক্রবার এন জে পি আইএনটিটিইউসি বিক্ষোভে সামিল হয়।এদিন এনজেপি তাদের দলীয় দপ্তর থেকে একটি বিশাল মিছিল সংঘটিত করা হয় যা রেলের এ ডি আর এম অফিসে শেষ হয়। সেখানেই বিক্ষোভ প্রদর্শন করা হয় রেলের বিরুদ্ধে।
আর ও পড়ুন নবদম্পতিকে কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন
শুধু তাই নয় দাবি সম্মেলিত স্মারকলিপি জমা দেওয়া হয় রেলওয়ে ডিআরএম কে। সংগঠনের কনভেনার থেকে সুজয় সরকার জানান, রেলকে বেসরকারিকরণ করার জন্যই তাদের এই উচ্ছেদ,ও জুলুমবাজি প্রক্রিয়া।অবিলম্বে হকার ও ভ্যান্ডারদের বিকল্প কাজের ব্যবস্থা করুক রেল।না হলে উচ্ছেদ প্রক্রিয়া কোন ভাবেই মেনে নেব নেবে না তৃনমুল শ্রমিক সংগঠন।পাশাপাশি গুডস এয়ার্ডে পরিকাঠামো উন্নয়নের দাবিও জানান তারা।আগামীতে তাদের দাবির প্রতি সহানুভুতি না দেখালে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।।।