ভারত বনধে হেলমেট পরেই বাস চালাচ্ছেন বাস চালক। ৪৮ ঘণ্টার ভারত বনধের সময় কোনও হিংসাত্মক ঘটনা থেকে প্রাণ বাঁচাতে হেলমেট পরেই বাস চালাচ্ছেন বাস চালক। এই রাজ্যের হাওড়াতে দেখা মিলেছে এমনই ঘটনার।
আজ, সোমবার শ্রমিক সংগঠনগুলির ডাকা বনধের মধ্যেই হাওড়া-আমতা রুটের একটি সরকারি বাসের চালককে হেলমেটে মাথা ঢেকে বাস চালাতে দেখা গিয়েছে। আজকে বন্ধের সমর্থনে হাওড়া-আমতা রোড অবরোধ করে বন্ধ সমর্থকেরা। ওই রুটেরই অবরোধে আটকে পড়া সরকারি বাসের চালকের মাথায় হেলমেট পড়ে বাস চালাতে দেখা যায়।
উল্লেখ্য, বামেদের ডাকা ৪৮ ঘন্টার বন্ধে কোনো সাড়া নেই হাওড়া শহরে। হাওড়া স্টেশন সংলগ্ন বাস টার্মিনাল, দূরপাল্লার ও লোকাল ট্রেন ও ফেরি পরিষেবা সচল রয়েছে বলেই সূত্রের খবর। অন্যান্য দিনের মতোই হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা ও হাওড়া ব্রিজেও জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, ভারত বনধে হেলমেট পরেই বাস চালাচ্ছেন বাস চালক। ৪৮ ঘণ্টার ভারত বনধের সময় কোনও হিংসাত্মক ঘটনা থেকে প্রাণ বাঁচাতে হেলমেট পরেই বাস চালাচ্ছেন বাস চালক। এই রাজ্যের হাওড়াতে দেখা মিলেছে এমনই ঘটনার।
আর ও পড়ুন ফের অবরোধ, অবরুদ্ধ দুই জাতীয় সড়কের সংযোগস্থল
আজ, সোমবার শ্রমিক সংগঠনগুলির ডাকা বনধের মধ্যেই হাওড়া-আমতা রুটের একটি সরকারি বাসের চালককে হেলমেটে মাথা ঢেকে বাস চালাতে দেখা গিয়েছে। আজকে বন্ধের সমর্থনে হাওড়া-আমতা রোড অবরোধ করে বন্ধ সমর্থকেরা। ওই রুটেরই অবরোধে আটকে পড়া সরকারি বাসের চালকের মাথায় হেলমেট পড়ে বাস চালাতে দেখা যায়।
উল্লেখ্য, বামেদের ডাকা ৪৮ ঘন্টার বন্ধে কোনো সাড়া নেই হাওড়া শহরে। হাওড়া স্টেশন সংলগ্ন বাস টার্মিনাল, দূরপাল্লার ও লোকাল ট্রেন ও ফেরি পরিষেবা সচল রয়েছে বলেই সূত্রের খবর। অন্যান্য দিনের মতোই হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা ও হাওড়া ব্রিজেও জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।