তৃনমূল হিন্দু বিরোধী দল,সে কারনে হিন্দুদের কোন ধর্মীয় মিছিলে তারা অংশ গ্রহন করে না বললেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ট। করোনা বিধির জন্য দুবছর বন্ধ ছিল রাম নবমীর শোভা যাত্রা। ২০১৭সালে প্রথম রামনবমীর শোভা যাত্রা শুরু হয় হয় শিলিগুড়িতে।
শ্রী রাম নবমী মহোৎসব কমিটি এর পরিচালনায় এই শোভা যাত্রা শুরু হয় শহড়ের বিভিন্ন এলাকা থেকে।এদিন।সকাল থেকে আবহাওয়া ঠিক থাকলেও দুপুরের দিকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়, কিন্তু শিলিগুড়ি শহরের বিভিন্ন রাজপথ বৃষ্টি উপেক্ষা করে রাম নবমীর শোভাযাত্রা করে রাম ভক্তরা,করোনা বিধি কিছুটা কম থাকায় রাম নবমীর শোভা যাত্রা আয়োজন করে শিলিগুড়ির বিভিন্ন রাম নবমী কমিটি গুলি।
শ্রী রাম নবমী মহোৎসব কমিটির শোভাযাত্রায় অংশ গ্রহন করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্ট,রাম নবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন শিলিগুড়িতে রাম নবমীর শোভাযাত্রা দেশের সবচেয়ে বড় শোভাযাত্রা।তৃনমূল সরকারের পতনের সময় হয়ে এসেছে।হিন্দু বিরোধী দলের হিন্দুদের কোন অনুষ্ঠানে আশা শোভা দেয় না।তৃনমূল হিন্দুু বিরোধী দল তাই তারা কোন শোভাযাত্রাতে অংশ গ্রহন করে না।
উল্লেখ্য, তৃনমূল হিন্দু বিরোধী দল,সে কারনে হিন্দুদের কোন ধর্মীয় মিছিলে তারা অংশ গ্রহন করে না বললেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ট। করোনা বিধির জন্য দুবছর বন্ধ ছিল রাম নবমীর শোভা যাত্রা। ২০১৭সালে প্রথম রামনবমীর শোভা যাত্রা শুরু হয় হয় শিলিগুড়িতে।
আরও পড়ুন – ‘যেসব নেতারা অস্বস্তি ঘটাচ্ছে তাদের ছেঁটে ফেলার প্রক্রিয়া কি শুরু হল?’ তৃনমূলকে খোঁচা তথাগতের
শ্রী রাম নবমী মহোৎসব কমিটি এর পরিচালনায় এই শোভা যাত্রা শুরু হয় শহড়ের বিভিন্ন এলাকা থেকে।এদিন।সকাল থেকে আবহাওয়া ঠিক থাকলেও দুপুরের দিকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়, কিন্তু শিলিগুড়ি শহরের বিভিন্ন রাজপথ বৃষ্টি উপেক্ষা করে রাম নবমীর শোভাযাত্রা করে রাম ভক্তরা,করোনা বিধি কিছুটা কম থাকায় রাম নবমীর শোভা যাত্রা আয়োজন করে শিলিগুড়ির বিভিন্ন রাম নবমী কমিটি গুলি।
শ্রী রাম নবমী মহোৎসব কমিটির শোভাযাত্রায় অংশ গ্রহন করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্ট,রাম নবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন শিলিগুড়িতে রাম নবমীর শোভাযাত্রা দেশের সবচেয়ে বড় শোভাযাত্রা।তৃনমূল সরকারের পতনের সময় হয়ে এসেছে।হিন্দু বিরোধী দলের হিন্দুদের কোন অনুষ্ঠানে আশা শোভা দেয় না। তৃনমূল হিন্দুু বিরোধী দল তাই তারা কোন শোভাযাত্রাতে অংশ গ্রহন করে না।