ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একটি ষাঢ়ের । ট্রেন চলাচল বিঘ্ন বনগাঁ শিয়ালদা শাখায় ।সকাল সোওয়া ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে বনগাঁ- শিয়ালদহ সাখার হাবড়া ও সংহতি স্টেশনের মাঝে ৩২ নম্বর রেলগেটে ।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রেললাইনের উপর ঘোরাঘুরি করছিল একটি ষাঢ় । তখন ডাউন বনগাঁ থেকে মাঝেরহাট গামী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে । ঘটনাস্থলেই মৃত্যু হয় ষাঢ়টির ।
ট্রেনের সামনের দিক থেকে ট্রেনের নিচে আটকে যায় বৃহদাকার ষাঢ়টি । পরে প্রায় আধঘণ্টা ডাউন লাইনে ট্রেন চলাচল ট্রেনটি দাঁড়িয়ে থাকে। স্থানীয়দের তৎপরতায় ট্রেনের নিচ থেকে টেনে বের করা হয় ষাঢ়। রেল সূত্রে খবর ষাঢ়কে ধাক্কা মারা ট্রেনটি দত্তপুকুর স্টেশনের আগে যান্ত্রিক ত্রুটির জন্য দাঁড়িয়ে গিয়েছে ।ফলে ডাউন লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে ।
যান্ত্রিক গোলযোগ হওয়া মাঝেরহাট ট্রেনটি । দত্তপুকুর স্টেশনের আগে দাঁড়িয়ে পড়েছিল সেটিকে দত্তপুকুর স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।সবে অন্যান্য স্টেশনে দাঁড়িয়ে থাকা ডাউন ট্রেন চলাচল শুরু হলো। ঘটনার জেরে প্রায় দু’ঘন্টা ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে ।
আরও পড়ুন – তৃনমূল হিন্দু বিরোধী দল,সে কারনে হিন্দুদের কোন ধর্মীয় মিছিলে তারা অংশ গ্রহন করে না, রাজু বিস্ট
উল্লেখ্য, ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একটি ষাঢ়ের । ট্রেন চলাচল বিঘ্ন বনগাঁ শিয়ালদা শাখায় ।সকাল সোওয়া ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে বনগাঁ- শিয়ালদহ সাখার হাবড়া ও সংহতি স্টেশনের মাঝে ৩২ নম্বর রেলগেটে ।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রেললাইনের উপর ঘোরাঘুরি করছিল একটি ষাঢ় । তখন ডাউন বনগাঁ থেকে মাঝেরহাট গামী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে । ঘটনাস্থলেই মৃত্যু হয় ষাঢ়টির ।
ট্রেনের সামনের দিক থেকে ট্রেনের নিচে আটকে যায় বৃহদাকার ষাঢ়টি । পরে প্রায় আধঘণ্টা ডাউন লাইনে ট্রেন চলাচল ট্রেনটি দাঁড়িয়ে থাকে। স্থানীয়দের তৎপরতায় ট্রেনের নিচ থেকে টেনে বের করা হয় ষাঢ়। রেল সূত্রে খবর ষাঢ়কে ধাক্কা মারা ট্রেনটি দত্তপুকুর স্টেশনের আগে যান্ত্রিক ত্রুটির জন্য দাঁড়িয়ে গিয়েছে ।ফলে ডাউন লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে ।
যান্ত্রিক গোলযোগ হওয়া মাঝেরহাট ট্রেনটি । দত্তপুকুর স্টেশনের আগে দাঁড়িয়ে পড়েছিল সেটিকে দত্তপুকুর স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।সবে অন্যান্য স্টেশনে দাঁড়িয়ে থাকা ডাউন ট্রেন চলাচল শুরু হলো। ঘটনার জেরে প্রায় দু’ঘন্টা ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে ।