ছোড় কে আও মুঝে’, সালমানকে অনুরোধ শেহনাজের

ছোড় কে আও মুঝে’, সালমানকে অনুরোধ শেহনাজের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ছোড় কে আও মুঝে’, শেহনাজ ঈদের পার্টিতে যোগ দেওয়ার পরে সালমানকে সুন্দরভাবে অনুরোধ করেছেন।  বলিউডে ঈদ মানেই ভাইজানের সিনেমা। এ রীতি দীর্ঘদিনের হলেও করোনাকালের পর আর তেমনটা হয়নি। তাই বলে ভক্তদের হতাশ করেননি সালমান খান। মুম্বাইয়ের বাসভবনের সামনে হাজির হওয়া ভক্তদের দর্শন দিয়েছেন খুশির দিনে। পরে রাতে বোন অর্পিতা খান ও বোনজামাই আয়ুশ শর্মার দেওয়া ঈদ পার্টিতে অংশ নেন সালমান খান। সূত্রের খবর, সেই পার্টিতে ঝলমলে উপস্থিত ছিল শেহনাজ গিলের।

 

প্রেমিক সিদ্ধার্থের মৃত্যুর পর দীর্ঘদিন আড়ালে থাকলেও এখন স্বাভাবিক কাজকর্মে ফিরেছেন শেহনাজ। মঙ্গলবার রাতে হওয়া অর্পিতার ঈদ পার্টিতে শেহনাজ পরেছিলেন কালো পোশাক। সেখানে শেহনাজকে সঙ্গ দেন বলিউড ভাইজান। পরে ফটোসেশনে অংশ নেন সালমান-শেহনাজ। এ সময় সালমানকে জড়িয়ে ধরেন শেহনাজ। পরে শেহনাজের গাড়িতে ওঠেন সালমান এবং অভিনেত্রীকে বাড়িতে পৌঁছে দেন। এ সময় সালমানের হাত ধরেন শেহনাজ, বলেন—আমাকে পৌঁছে দিয়ে এসো। সালমান-শেহনাজের এই উষ্ণ উপস্থিতি সেই গুঞ্জনকে আরও বাড়িয়ে দিচ্ছে।

 

কয়েক দিন ধরে বলিপাড়ায় গুঞ্জন, সালমানের আসন্ন ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায় আয়ুশ শর্মার বিপরীতে দেখা যেতে পারে শেহনাজ গিলকে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। বিভিন্ন খবরে প্রকাশ, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায় সালমানের নায়িকা হচ্ছেন দক্ষিণী ডিভা পূজা হেজ। আর সালমানের ভগ্নিপতি আয়ুশ শর্মা গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটি পরিচালনা করবেন ফরহাদ সামজি।

আরও পড়ুন – প্রবল বর্ষণ মালদায়-খুশির ঈদে অখুশি রইলেন মুসলিম সম্প্রদায়!

উল্লেখ্য, সুপারস্টার সালমান খান এবং গায়ক শেহনাজ গিল, যিনি মঙ্গলবার অর্পিতা খান-আয়ুষ শর্মার ঈদ পার্টিতে যোগ করেছিলেন, তাদের উষ্ণ আলিঙ্গন ভক্তদের জন্য মনে রাখার মতো একটি রাত তৈরি করেছিলেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top