ফের কোভিড অতিমারির ভয়াবহতা- স্থগিত হল এশিয়ান গেমসের আয়োজন!

ফের কোভিড অতিমারির ভয়াবহতা- স্থগিত হল এশিয়ান গেমসের আয়োজন!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফের কোভিড অতিমারির ভয়াবহতা- স্থগিত হল এশিয়ান গেমসের আয়োজন! শুক্রবার চীনা গণমাধ্যমের তরফে জানানো হয়েছে চলতি বছরের সেপ্টেম্বরে চীনের হ্যাঙঝৌ শহরে ২০২২ এশিয়ান গেমসের যে আসর বসার কথা ছিল তা স্থগিত করা হয়েছে।সূত্রের খবর,চীনের সরকারি গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে – ‘ ২০২২ সালের ১০ই সেপ্টেম্বর ঘেকে ২৫শে সেপ্টেম্বর অবধি চীনের হ্যাঙঝৌ শহরে অনুষ্ঠিত হতে চলা ১৯তম এশিয়ান গেমসের আয়োজন স্থগিত রাখবার সিদ্ধান্ত নিল এশীয় অলিম্পিক সংস্থা।’

 

এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, “১৯তম এশিয়ান গেমসের পরিবর্তিত সূচি পরে প্রকাশ করা হবে। ” যদিও এশিয়ান গেমসের আয়োজন স্থগিত করবার জন্যে নির্দিষ্ট কারণ বলা হয় নি।তবু, সংশ্লিষ্ট মহলের ধারণা নতুন করে চীনে কোভিড সংক্রমণ হচ্ছে।অবস্থা খারাপের দিকে।তাই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে চীন সরকার। আর তাই,এশিয়ান গেমসের মতো হাইপ্রোফাইল ইভেন্টের আয়োজন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

প্রসঙ্গত,২০২২ এর ফেব্রুয়ারি মাসে সুরক্ষিত জৈব-বলয়ের মধ্যে বেজিং এ শীতকালীন অলিম্পিক আয়োজিত হয়েছিল। আর সেই ‘সফল আয়োজন’ এর পরই হ্যাঙঝৌ এশিয়ান গেমসের সুরক্ষা সুনিশ্চিত করা হবে- এমনটাই জানানো হয়েছিল আয়োজকদের তরফে। কিন্তু সম্প্রতি, ১৯তম এশিয়ান গেমসের আয়োজন পিছানোর সিদ্ধান্তে বেশ কিছুটা মুষড়েই পড়ল ক্রীড়া প্রেমীরা।

আর ও পড়ুন    ঘরের মধ্যে পর্যাপ্ত অক্সিজেন সতেজ রাখতে ছোট গাছ রাখার পরামর্শ

উল্লেখ্য, ফের করোনার ভয়াবহতা, স্থগিত হল এশিয়ান গেমসের আয়োজন! শুক্রবার চীনা গণমাধ্যমের তরফে জানানো হয়েছে চলতি বছরের সেপ্টেম্বরে চীনের হ্যাঙঝৌ শহরে ২০২২ এশিয়ান গেমসের যে আসর বসার কথা ছিল তা স্থগিত করা হয়েছে।সূত্রের খবর,চীনের সরকারি গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে – ‘ ২০২২ সালের ১০ই সেপ্টেম্বর ঘেকে ২৫শে সেপ্টেম্বর অবধি চীনের হ্যাঙঝৌ শহরে অনুষ্ঠিত হতে চলা ১৯তম এশিয়ান গেমসের আয়োজন স্থগিত রাখবার সিদ্ধান্ত নিল এশীয় অলিম্পিক সংস্থা।’

 

এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, “১৯তম এশিয়ান গেমসের পরিবর্তিত সূচি পরে প্রকাশ করা হবে। ” যদিও এশিয়ান গেমসের আয়োজন স্থগিত করবার জন্যে নির্দিষ্ট কারণ বলা হয় নি।তবু, সংশ্লিষ্ট মহলের ধারণা নতুন করে চীনে কোভিড সংক্রমণ হচ্ছে।অবস্থা খারাপের দিকে।তাই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে চীন সরকার। আর তাই,এশিয়ান গেমসের মতো হাইপ্রোফাইল ইভেন্টের আয়োজন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top