রবিবার সাত সকালেই বোমাতঙ্ক ছড়াল মালদার হবিবপুর থানার আইহো বক্সীনগর এলাকায়। একটি বাড়ির বারান্দায় উদ্ধার হল বোমা জাতীয় এক বস্তু। খবর পেয়েই হবিবপুর থানার আইসি অমিতাভ সরকার ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি বস্তুটিকে বোমা হিসেবে চিহ্নিত করেন এবং তা উদ্ধার করে ফাঁকা জায়গায় নিয়ে যান। এরপর খবর দেন দমকল ও সিআইডি বোম্ব স্কোয়াডে।
খবর পেয়েই বোম্ব স্কোয়াড এসে বোমা হিসেবে চিহ্নিত বস্তুটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করে। আর তখনই পুরো ঘটনার পর্দাফাঁস হয়। বোম্ব স্কোয়াডের কর্মীরা বুঝতে পারেন বস্তুটি বোমা নয়, প্লাস্টিক কৌটাকে কেউ বা কারা বোমার আকার দিয়ে এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছিল। তাই এই ঘটনার পেছনে কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন – সাঁকরাইলের রোহিনী এলাকায় ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত তিন যুবক, চাঞ্চল্য এলাকায়
উল্লেখ্য, রবিবার সাত সকালেই বোমাতঙ্ক ছড়াল মালদার হবিবপুর থানার আইহো বক্সীনগর এলাকায়। একটি বাড়ির বারান্দায় উদ্ধার হল বোমা জাতীয় এক বস্তু। খবর পেয়েই হবিবপুর থানার আইসি অমিতাভ সরকার ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি বস্তুটিকে বোমা হিসেবে চিহ্নিত করেন এবং তা উদ্ধার করে ফাঁকা জায়গায় নিয়ে যান। এরপর খবর দেন দমকল ও সিআইডি বোম্ব স্কোয়াডে।
খবর পেয়েই বোম্ব স্কোয়াড এসে বোমা হিসেবে চিহ্নিত বস্তুটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করে। আর তখনই পুরো ঘটনার পর্দাফাঁস হয়। বোম্ব স্কোয়াডের কর্মীরা বুঝতে পারেন বস্তুটি বোমা নয়, প্লাস্টিক কৌটাকে কেউ বা কারা বোমার আকার দিয়ে এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছিল। তাই এই ঘটনার পেছনে কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।