রাজ্য অ্যাথলেটিকসে ১০০ ও ২০০ মিটারে দৌড়ে সোনা জয়ী বাগদার বাপী শেখকে ন্যাশনালে যেতে সহযোগিতার হাত বাড়ালো একাধিক সংস্থা

রাজ্য অ্যাথলেটিকসে ১০০ ও ২০০ মিটারে দৌড়ে সোনা জয়ী বাগদার বাপী শেখকে ন্যাশনালে যেতে সহযোগিতার হাত বাড়ালো একাধিক সংস্থা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাজ্য অ্যাথলেটিকসে ১০০ ও ২০০ মিটারে দৌড়ে সোনা জয়ী বাগদার বাপী শেখকে ন্যাশনালে যেতে সহযোগিতার হাত বাড়ালো একাধিক সংস্থা ।

৭০ তম রাজ্য অ্যাথলেটিকসে বাগদার সিন্দ্রাণী অ্যাথলেটিক অ্যাকাডেমীর ছাত্র বাপী শেখ ২৩ বছর বিভাগে (১০০ ও ২০০ মিটার) দৌড়ে সোনার মেডেল জিতেছে এবার । বাপী শেখ ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক প্রতিযোগিতায় রাজ্যের হয়ে অংশগ্রহণ করতে যাচ্ছে আগামী ৭ ই জুন । বাপি শেখর পাশে দাঁড়াতে সিন্দ্রানি অ্যাথলেটিক একাডেমির সমস্ত ছাত্র-ছাত্রীদের ড্রেস উপহার দিল হায়দ্রাবাদের একটি বেসরকারি সংস্থা । ন্যাশনাল অ্যাথলেটিক প্রতিযোগিতায় বাপি ভালো ফলাফল যাতে করতে পারে সেই জন্য দিশুক ভট্টাচার্য নামে এক ব্যক্তি ও সিন্দ্রানী প্রাইমারি কো-অপারেটিভ সোসাইটির পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হয় বাপিকে ।

আর্থিক সহযোগিতা করায় খুশি বাপি । তার দাবি ন্যাশনাল প্রতিযোগিতায় আমি যাতে ভালো ফল করতে পারি সেই কারণে আমার পাশে দাঁড়ানোয় আমি খুশি ।

 

সিন্দ্রানী অ্যাথলেটিক একাডেমির প্রশিক্ষক গৌড় চন্দ্র রায় বলেন বাপি যাতে ন্যাশনাল চ্যাম্পিয়ন হতে পারে সেই জন্যে সকলে তার পাশে এসে দাঁড়িয়েছে । আমরাও তোর পাশে আছি ।

অন্যদিকে দিশুক ভট্টাচার্য বলেন সিন্দ্রানি একটি প্রত্যন্ত গ্রাম সেখান থেকে কলকাতা অনেকটাই দূরে । সেই কারণে সিন্দ্রানি অ্যাথলেটিক একাডেমির সমস্ত ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহিত করবার জন্যই সাহায্যের হাত বাড়ান হয়েছে ।

আরও পড়ুন –গর্ভবতীকে কাঁচি দিয়ে পেটে আঘাত করার অভিযোগে পুলিস এক মহিলাকে গ্রেপ্তার করেছে

উল্লেখ্য, রাজ্য অ্যাথলেটিকসে ১০০ ও ২০০ মিটারে দৌড়ে সোনা জয়ী বাগদার বাপী শেখকে ন্যাশনালে যেতে সহযোগিতার হাত বাড়ালো একাধিক সংস্থা ।

৭০ তম রাজ্য অ্যাথলেটিকসে বাগদার সিন্দ্রাণী অ্যাথলেটিক অ্যাকাডেমীর ছাত্র বাপী শেখ ২৩ বছর বিভাগে (১০০ ও ২০০ মিটার) দৌড়ে সোনার মেডেল জিতেছে এবার । বাপী শেখ ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক প্রতিযোগিতায় রাজ্যের হয়ে অংশগ্রহণ করতে যাচ্ছে আগামী ৭ ই জুন । বাপি শেখর পাশে দাঁড়াতে সিন্দ্রানি অ্যাথলেটিক একাডেমির সমস্ত ছাত্র-ছাত্রীদের ড্রেস উপহার দিল হায়দ্রাবাদের একটি বেসরকারি সংস্থা । ন্যাশনাল অ্যাথলেটিক প্রতিযোগিতায় বাপি ভালো ফলাফল যাতে করতে পারে সেই জন্য দিশুক ভট্টাচার্য নামে এক ব্যক্তি ও সিন্দ্রানী প্রাইমারি কো-অপারেটিভ সোসাইটির পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হয় বাপিকে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top