অস্ত্রগুরু হেমচন্দ্র কানুনগো’র জন্মদিবস পালন

অস্ত্রগুরু হেমচন্দ্র কানুনগো’র জন্মদিবস পালন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কেলেঘাই – বাঘুই মিঠেভাষা চর্চা কমিটি ও মেদিনীপুর সমন্বয় সংস্থার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রবিবার পালিত হলো অস্ত্রগুরু বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর জন্মদিবস। ১২ই জুন,রবিবার সকালে মেদিনীপুর শহরের কেরানীটোলায় অবস্থিত অস্ত্রগুরু বিপ্লবী হেমচন্দ্র দাস কানুনগোর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে পালিত হলো অস্ত্রগুরুর ১৫২তম জন্মদিন।

 

এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে অস্ত্রগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন শিক্ষক ও লেখক অমিত কুমার সাহু, শিক্ষক ও সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া, শিল্পী ও শিক্ষক নরসিংহ দাস,পরিবেশপ্রেমী শিক্ষক মণিকাঞ্চন রায়, শিক্ষক ও সমাজকর্মী বিশ্বজিৎ সাউ,শিক্ষক ও সমাজকর্মী পার্থ দাস প্রমুখ l কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অমিত কুমার সাহু এবং সুদীপ কুমার খাঁড়া অস্ত্রগুরুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন lউল্লেখ্য অস্ত্রগুরু হেমচন্দ্র দাস কানুনগোর আদি বাসস্থান ছিল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের কেলেঘাই ও বাঘুইয়ের মধ্যবর্তী গ্রাম রাধানগরে l

আরও পড়ুন – এই দুর্গে রাত কাটালেই মৃত্যু নিশ্চিত, জানেন কোথায় আছে এই দুর্গ, কি তার রহস্য

উল্লেখ্য, কেলেঘাই – বাঘুই মিঠেভাষা চর্চা কমিটি ও মেদিনীপুর সমন্বয় সংস্থার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রবিবার পালিত হলো অস্ত্রগুরু বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর জন্মদিবস। ১২ই জুন,রবিবার সকালে মেদিনীপুর শহরের কেরানীটোলায় অবস্থিত অস্ত্রগুরু বিপ্লবী হেমচন্দ্র দাস কানুনগোর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে পালিত হলো অস্ত্রগুরুর ১৫২তম জন্মদিন।

 

এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে অস্ত্রগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন শিক্ষক ও লেখক অমিত কুমার সাহু, শিক্ষক ও সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া, শিল্পী ও শিক্ষক নরসিংহ দাস,পরিবেশপ্রেমী শিক্ষক মণিকাঞ্চন রায়, শিক্ষক ও সমাজকর্মী বিশ্বজিৎ সাউ,শিক্ষক ও সমাজকর্মী পার্থ দাস প্রমুখ l কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অমিত কুমার সাহু এবং সুদীপ কুমার খাঁড়া অস্ত্রগুরুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন lউল্লেখ্য অস্ত্রগুরু হেমচন্দ্র দাস কানুনগোর আদি বাসস্থান ছিল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের কেলেঘাই ও বাঘুইয়ের মধ্যবর্তী গ্রাম রাধানগরে l

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top