মৃন্ময়ী মাতার আগমন বার্তা বরানগর ন’পাড়ায় খুঁটি পুজো। বরানগর দাদাভাই সংঘের পঞ্চম বর্ষ খুঁটিপুজো অনুষ্ঠিত হলো বরানগর একে মুখার্জী রোড ক্লাব প্রাঙ্গণে। দুর্গা পূজোর প্যান্ডেলের খুঁটি পুজোর মধ্য দিয়ে ধুমধাম করে প্যান্ডেলের কাজ শুরু দিলো দাদাভাই সংঘে। এই খুঁটিপুজো উৎসবে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার মেয়র ইন কাউন্সিল সদস্য,বিধায়ক দেবাশীষ কুমার।
সংসদ সৌগত রায়, মন্ত্রী সুজিত বসু বিধায়ক তাপস রায়,পার্থ ভৌমিক এছাড়াও টিভি সিরিয়াল খ্যাত অভিনেত্রী তৃণা সাহা, বর্তমানে জনপ্রিয় শিল্পী কাচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর।খুঁটিপুজো কে কেন্দ্র করে এলাকার মানুষদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। দাদা ভাই সংঘ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার উচ্চ মাধ্যমিকে দুজন কৃতি ছাত্রী কে সংবর্ধনা জ্ঞাপন করেন।
আরও পড়ুন – এই দুর্গে রাত কাটালেই মৃত্যু নিশ্চিত, জানেন কোথায় আছে এই দুর্গ, কি তার রহস্য
উল্লেখ্য, মৃন্ময়ী মাতার আগমন বার্তা বরানগর ন’পাড়ায় খুঁটি পুজো। বরানগর দাদাভাই সংঘের পঞ্চম বর্ষ খুঁটিপুজো অনুষ্ঠিত হলো বরানগর একে মুখার্জী রোড ক্লাব প্রাঙ্গণে। দুর্গা পূজোর প্যান্ডেলের খুঁটি পুজোর মধ্য দিয়ে ধুমধাম করে প্যান্ডেলের কাজ শুরু দিলো দাদাভাই সংঘে। এই খুঁটিপুজো উৎসবে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার মেয়র ইন কাউন্সিল সদস্য,বিধায়ক দেবাশীষ কুমার।
সংসদ সৌগত রায়, মন্ত্রী সুজিত বসু বিধায়ক তাপস রায়,পার্থ ভৌমিক এছাড়াও টিভি সিরিয়াল খ্যাত অভিনেত্রী তৃণা সাহা, বর্তমানে জনপ্রিয় শিল্পী কাচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর।খুঁটিপুজো কে কেন্দ্র করে এলাকার মানুষদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। দাদা ভাই সংঘ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার উচ্চ মাধ্যমিকে দুজন কৃতি ছাত্রী কে সংবর্ধনা জ্ঞাপন করেন।