নামখানায় রমরমিয়ে চলছে বাংলা মদের ব্যবসা. বাড়িতে বাড়িতে বাড়ছে স্বামীদের অত্যাচার. তারই প্রতিবাদে মদ উচ্ছেদ অভিযানে রাস্তায় নামল নামখানা শ্রমজীবী মহিলা সমিতি. আজ নামখানা শ্রমজীবী মহিলা সমিতির পক্ষ থেকে অভিযান চালিয়ে নামখানা ব্লক এর নতুন বাজারের একটি দোকান থেকে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে বাংলা মদের বোতল. এবং ঘটনাস্থলেই ওই মদ ভর্তি বোতল গুলোকে নষ্ট করে দেওয়া হয়. এলাকায় সৃষ্টি হয় ধুন্ধুমার পরিস্থিতি.
শ্রমজীবী মহিলা সমিতির পক্ষ থেকে অভিযোগ নামখানা তে দিনের পর দিন বাংলা মদের ব্যবসা চলার কারণে মদ খেয়ে গিয়ে অকারনেই বাড়িতে স্ত্রীদের ওপর অমানবিক অত্যাচার করছে সামিরা. সেই সঙ্গে তাদের আরও অভিযোগ এইসব ব্যবসার কারণেই নাবালক ছেলে রাও বাংলা মদের প্রতি আসক্ত হয়ে পড়ছে. তাই আজ তারা মদ উচ্ছেদ অভিযানে রাস্তায় নামে. সেই সঙ্গে তারা আরও জানিয়েছেন আগামী দিনে নামখানা ব্লকের বিভিন্ন প্রান্তে গিয়ে তারা এই অভিযান চালাবে.
আরও পড়ুন – সহকারি তন্তু পাট দিয়ে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী তৈরির এক বিশেষ প্রশিক্ষণ শিবির
উল্লেখ্য, নামখানায় রমরমিয়ে চলছে বাংলা মদের ব্যবসা. বাড়িতে বাড়িতে বাড়ছে স্বামীদের অত্যাচার. তারই প্রতিবাদে মদ উচ্ছেদ অভিযানে রাস্তায় নামল নামখানা শ্রমজীবী মহিলা সমিতি. আজ নামখানা শ্রমজীবী মহিলা সমিতির পক্ষ থেকে অভিযান চালিয়ে নামখানা ব্লক এর নতুন বাজারের একটি দোকান থেকে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে বাংলা মদের বোতল. এবং ঘটনাস্থলেই ওই মদ ভর্তি বোতল গুলোকে নষ্ট করে দেওয়া হয়. এলাকায় সৃষ্টি হয় ধুন্ধুমার পরিস্থিতি.
শ্রমজীবী মহিলা সমিতির পক্ষ থেকে অভিযোগ নামখানা তে দিনের পর দিন বাংলা মদের ব্যবসা চলার কারণে মদ খেয়ে গিয়ে অকারনেই বাড়িতে স্ত্রীদের ওপর অমানবিক অত্যাচার করছে সামিরা. সেই সঙ্গে তাদের আরও অভিযোগ এইসব ব্যবসার কারণেই নাবালক ছেলে রাও বাংলা মদের প্রতি আসক্ত হয়ে পড়ছে. তাই আজ তারা মদ উচ্ছেদ অভিযানে রাস্তায় নামে. সেই সঙ্গে তারা আরও জানিয়েছেন আগামী দিনে নামখানা ব্লকের বিভিন্ন প্রান্তে গিয়ে তারা এই অভিযান চালাবে.