শুভেন্দু অধিকারীর নামটা জোর করে সুদীপ্ত সেনকে দিয়ে দিয়ে বলানো হচ্ছে!। আদালতে সারদার কর্ণধার সুদীপ্ত সেন শুভেন্দু টাকা নিয়া প্রসঙ্গে বলেন এর আগেও আদালত তদন্ত করেছে আগামী তদন্ত হবে! বেশ কিছু লোকের মুখ দেখা কারা যুক্ত এর সাথে ইতিমধ্যেই বেশ কয়েকজন কিছু লোক জেল খেটেছে! সারদার টাকা কার মাধ্যমে তোলা হয়েছে বাংলার মানুষ সব জানে!
আগামী দিনে তদন্ত করে দেখা যাবে শুভেন্দু অধিকারীর নামটা জোর করে সুদীপ্ত সেনকে দিয়ে দিয়ে বলানো হচ্ছে!
বিরোধী রাষ্ট্রপতি পদপ্রার্থী যশোবন্ত সিনহা ED প্রসঙ্গে বলেন কারোর যদি কেলেঙ্কারি না থাকে তাহলে ভয় পাবার কথা নয়! উনি আগেই ভয় পাচ্ছেন! উনি কোন কেলেঙ্কারি বা ইকোনমিক ফর্ড সঙ্গে যুক্ত আছেন কি!
আরও পড়ুন – টেক সাপোর্টের নাম করে জার্মানির বাসিন্দাদের, বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার ৪
রাজ্য বিধানসভায় বিল পাস করে মুখ্যমন্ত্রীকে চিফ জাস্টিস রেলওয়ে বোর্ডের জিএম বিশ্ববিদ্যালয় আচার্য তো আগেই হয়ে গেছে মানব অধিকারের কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে সব রেগুলেশন পাস করে নিয়ে সেই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী রেজুলেশন পাস করে নেওয়া উচিত বলে কটাক্ষ করলেন!
কলকাতা মহানগরের সংস্কৃতি সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটি বিষয়! এই হেরিটেজ রক্ষা করার জন্য কর্পোরেশন ও রাজ্য পরিবহন নিগম কে এগিয়ে আসা উচিত!
রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি ক্লিন সুইপ পাবে! NDA সঙ্গে যারা সহযোগী দল আছে তারা ছাড়া বিজু জনতা দল তাদের সমস্ত সদস্য সমর্থন করবে! NDA পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচনে জিতবে !
বামেদের এই রাজ্যে কোন অস্তিত্ব নেই একজন রাজ্যসভার সংসদ মাত্র আছে তাদের এই রাজ্য থেকে! বামেরা এখন অপ্রাসঙ্গিক তাদের কথা কেউ শোনে না!