ভোট বড় বালাই জোট সাথী হল বিজেপি ও আই এসএফ। বসিরহাটের স্বরূপনগর ব্লকের সাড়াফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতির নির্বাচন ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। এর আগেই প্রধানসহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শাসক দলের নেতাকর্মীরা পোষ্টার দিয়ে সোচ্চার হইছিল।এবার একেবারে পাল্টে গেল চিত্র।
১২,ই জুলাই নলাবড়া সমবায় সমিতির নির্বাচন সেখানে ছটি আসনে প্রতিদ্বন্দ্বীরা করবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ।এবার স্বরূপনগর জুড়ে পোস্টার পড়লো বিজেপি ও আইএসএফ সমর্থিত জোট প্রার্থীদের জয়ী করার ব্যানার।সেখানে বিজেপি আইএসের প্রার্থীদের নাম ও তালিকা দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানানো হয়েছে। আজ এই জোটকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস, রাজনৈতিকভাবে পায়ের তলা থেকে মাটি ঝরে যাচ্ছে, তাই তারা আঁকড়ে থাকতে সমবায় সমিতির নির্বাচন দুই দলের পৃথক মতাদর্শ যে একই জায়গায় তা এনে মানুষকে বিভ্রান্ত করছে।
বলা বা মূল্য আর ভোটের ব্যানার ফেস্টুন দেখে মুচকি হাসি দিয়ে চলে যাচ্ছে আম নাগরিক। বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক বৃন্দাবন সরকার বলেন এটা বিজেপি ওআইএসএফ জোট নয়।এটা সিপিএম ওআইএসএফ জোট। আমরা চাই মানুষ শান্তিপূর্ণ ভোট দিক। তৃণমূল এদেরকে সমর্থন করছে।
আরও পড়ুন – শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য প্রানে রক্ষা পেলেন শুভেন্দু
উল্লেখ্য, বসিরহাটের স্বরূপনগর ব্লকের সাড়াফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতির নির্বাচন ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। এর আগেই প্রধানসহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শাসক দলের নেতাকর্মীরা পোষ্টার দিয়ে সোচ্চার হইছিল।এবার একেবারে পাল্টে গেল চিত্র। ১২,ই জুলাই নলাবড়া সমবায় সমিতির নির্বাচন সেখানে ছটি আসনে প্রতিদ্বন্দ্বীরা করবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ।এবার স্বরূপনগর জুড়ে পোস্টার পড়লো বিজেপি ও আইএসএফ সমর্থিত জোট প্রার্থীদের জয়ী করার ব্যানার।সেখানে বিজেপি আইএসের প্রার্থীদের নাম ও তালিকা দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানানো হয়েছে।
আজ এই জোটকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস, রাজনৈতিকভাবে পায়ের তলা থেকে মাটি ঝরে যাচ্ছে, তাই তারা আঁকড়ে থাকতে সমবায় সমিতির নির্বাচন দুই দলের পৃথক মতাদর্শ যে একই জায়গায় তা এনে মানুষকে বিভ্রান্ত করছে। বলা বা মূল্য আর ভোটের ব্যানার ফেস্টুন দেখে মুচকি হাসি দিয়ে চলে যাচ্ছে আম নাগরিক। বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক বৃন্দাবন সরকার বলেন এটা বিজেপি ওআইএসএফ জোট নয়।এটা সিপিএম ওআইএসএফ জোট। আমরা চাই মানুষ শান্তিপূর্ণ ভোট দিক। তৃণমূল এদেরকে সমর্থন করছে।