আমডাঙার পর এবার দেগঙ্গায় মিড ডে মিলের খাবারে পোকা

আমডাঙার পর এবার দেগঙ্গায় মিড ডে মিলের খাবারে পোকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আমডাঙার পর এবার দেগঙ্গায় মিড ডে মিলের খাবারে পোকা। আমডাঙার পর এবার দেগঙ্গার নূরনগর পঞ্চায়েতের বাসনা বেনাপুর মাঠপাড়া অঙ্গনারী শিশু শিক্ষা কেন্দ্রের মিড ডে মিলের খাবারে পোকা, রান্নার চালে কিলবিল করছে পোকা। তেলাপোকা,টিকটিকির মল নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে, অঙ্গনার কর্মীকে আটক করে বিক্ষোভ অভিভাবক দের। অভিভাবকদের আরো অভিযোগ এই বিদ্যালয়ে পড়াশোনা তো একদমই হয় না।

 

ছাত্র-ছাত্রীদের বসিয়ে রেখে শুধু মিড ডে মিলের খাবার দিয়ে ছেড়ে দেওয়া হয়। তাও সেই খাওয়ার ছোট ছোট শিশুদের খাবার উপযুক্ত নয়, এই খাবারের চালে কেন্য থেকে ইঁদুরের বিষ্ঠা টিকটিকির বিষ্ঠা থেকে শুরু করে পোকায় ভর্তি সবজির আলুও পচা এ সমস্ত খাবার খেয়ে শিশু শিক্ষা কেন্দ্রের ছোট ছোট ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ার দুশ্চিন্তায় আজ বিক্ষোভ দেখান অভিভাবকেরা।

আরও পড়ুন – পাট্টা জমির রেকর্ড সহ একাধিক দাবি দাবা নিয়ে চন্দ্রকোনারোডে বিক্ষোভ মিছিল CPI(M)-এর

উল্লেখ্য, আমডাঙার পর এবার দেগঙ্গার নূরনগর পঞ্চায়েতের বাসনা বেনাপুর মাঠপাড়া অঙ্গনারী শিশু শিক্ষা কেন্দ্রের মিড ডে মিলের খাবারে পোকা, রান্নার চালে কিলবিল করছে পোকা। তেলাপোকা,টিকটিকির মল নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে, অঙ্গনার কর্মীকে আটক করে বিক্ষোভ অভিভাবক দের। অভিভাবকদের আরো অভিযোগ এই বিদ্যালয়ে পড়াশোনা তো একদমই হয় না।

 

ছাত্র-ছাত্রীদের বসিয়ে রেখে শুধু মিড ডে মিলের খাবার দিয়ে ছেড়ে দেওয়া হয়। তাও সেই খাওয়ার ছোট ছোট শিশুদের খাবার উপযুক্ত নয়, এই খাবারের চালে কেন্য থেকে ইঁদুরের বিষ্ঠা টিকটিকির বিষ্ঠা থেকে শুরু করে পোকায় ভর্তি সবজির আলুও পচা এ সমস্ত খাবার খেয়ে শিশু শিক্ষা কেন্দ্রের ছোট ছোট ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ার দুশ্চিন্তায় আজ বিক্ষোভ দেখান অভিভাবকেরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top