এলাকা দখলকে কেন্দ্র করে দুই দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষ ও গুলি, গুলিবিদ্ধ ১,ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা টিটাগর ডোমপট্টি এলাকায়,ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী. এলাকা দখলকে কেন্দ্র করে দুই সমাজ বিরোধী গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ টিটাগর ডোমপট্টি এলাকায়,টিটাগর এলাকার দুই দুষ্কৃতী মনু ও রাহুলের মধ্যে বহুদিন কার বিবাদ চলছিল,আর আজ সেই বিবাদ সংঘর্ষে পরিণত হয়,মনু দলবল নিয়ে এসে রাহুলের দল এর উপর হামলা চালায় টিটাগর ও খড়দহ স্টেশনের মাঝখানে রেললাইনের ওপর দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষ হয়,
সংঘর্ষের মধ্যে এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর দিকে গুলি চালায়, গুলিবিদ্ধ হয়েছে ভোলা যাদব নামে এক দুষ্কৃতী,তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বারাকপুর হাসপাতাল ও পরে কলকাতার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে,ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়,রহড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য,ঘটনায় জরিত দুষ্কৃতিদের খোঁজার কাজে তল্লাশি চালাচ্ছে রহড়া থানার পুলিশ, ঘটনার পর থেকে এলাকার মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আতঙ্ক।
আরও পড়ুন – সমগ্র দেশের পাশাপাশি আমাদের রাজ্যে ও বাড়ছে হ্যাকার দের দৌরাত্ম
উল্লেখ্য, এলাকা দখলকে কেন্দ্র করে দুই দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষ ও গুলি, গুলিবিদ্ধ ১,ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা টিটাগর ডোমপট্টি এলাকায়,ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এলাকা দখলকে কেন্দ্র করে দুই সমাজ বিরোধী গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ টিটাগর ডোমপট্টি এলাকায়,টিটাগর এলাকার দুই দুষ্কৃতী মনু ও রাহুলের মধ্যে বহুদিন কার বিবাদ চলছিল,আর আজ সেই বিবাদ সংঘর্ষে পরিণত হয়,মনু দলবল নিয়ে এসে রাহুলের দল এর উপর হামলা চালায় টিটাগর ও খড়দহ স্টেশনের মাঝখানে রেললাইনের ওপর দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষ হয়,
সংঘর্ষের মধ্যে এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর দিকে গুলি চালায়, গুলিবিদ্ধ হয়েছে ভোলা যাদব নামে এক দুষ্কৃতী,তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বারাকপুর হাসপাতাল ও পরে কলকাতার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে,ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়,রহড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য,ঘটনায় জরিত দুষ্কৃতিদের খোঁজার কাজে তল্লাশি চালাচ্ছে রহড়া থানার পুলিশ, ঘটনার পর থেকে এলাকার মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আতঙ্ক