ঢাক ঢোল বাজিয়ে জলপাইগুড়ি শহরে নুকুল দানা বিতরণ করলেন বিজেপি। বিজেপির নুকুল দানা বিতরণ সাজে না দাবি যুব তৃণমূল জেলা সভাপতি সৈকত চ্যাটার্জি। গোরু পাচার কান্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছে অনুব্রত মন্ডল। চোর ধরা পড়েছে স্লোগান দিয়ে জলপাইগুড়ি শহরে বৃহস্পতিবার ঢাল ঢোল বাজিয়ে মিছিল। পাশাপাশি পথ চলতি মানুষকে নুকুল দানা বিতরণ করলেন বিজেপি নেতা কর্মীরা। বিজেপির এই মিছিলে দেখা গেছে বিজেপির বহিষ্কৃত নেতা অলোক চক্রবর্তীকেও।
অলোক বাবু বলেন,’আজকে গোরু চোর ধরা পড়েছে। তাই মিছিল ও নুকুল দানা বিতরণ। ‘ যদিও বিজেপির নুকুল দানা বিতরণ সাজে না দাবি জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চ্যাটার্জির। তিনি বলেন,’বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নারদা কান্ডে দেখা গেছে কাগজে মুড়ে টাকা নিতে।’ তবে অনুব্রত মন্ডলের গ্রেফতার নিয়ে তিনি বলেন,’অনুব্রত মন্ডলকে গ্রেফতার করে সিবিআই। যদি সিবিআই তথ্য প্রমাণ দিতে পারে তবে আমাদের দল ব্যবস্থা নেবে।’
আরও পড়ুন – বিপদ সীমার উপর দিয়ে বইছে শালদহ নদীর জল, আতঙ্কে ওনা নতুনডি সহ বেশ কয়েকটি গ্রাম
উল্লেখ্য, ঢাক ঢোল বাজিয়ে জলপাইগুড়ি শহরে নুকুল দানা বিতরণ করলেন বিজেপি। বিজেপির নুকুল দানা বিতরণ সাজে না দাবি যুব তৃণমূল জেলা সভাপতি সৈকত চ্যাটার্জি। গোরু পাচার কান্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছে অনুব্রত মন্ডল। চোর ধরা পড়েছে স্লোগান দিয়ে জলপাইগুড়ি শহরে বৃহস্পতিবার ঢাল ঢোল বাজিয়ে মিছিল। পাশাপাশি পথ চলতি মানুষকে নুকুল দানা বিতরণ করলেন বিজেপি নেতা কর্মীরা। বিজেপির এই মিছিলে দেখা গেছে বিজেপির বহিষ্কৃত নেতা অলোক চক্রবর্তীকেও।
অলোক বাবু বলেন,’আজকে গোরু চোর ধরা পড়েছে। তাই মিছিল ও নুকুল দানা বিতরণ। ‘ যদিও বিজেপির নুকুল দানা বিতরণ সাজে না দাবি জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চ্যাটার্জির। তিনি বলেন,’বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নারদা কান্ডে দেখা গেছে কাগজে মুড়ে টাকা নিতে।’ তবে অনুব্রত মন্ডলের গ্রেফতার নিয়ে তিনি বলেন,’অনুব্রত মন্ডলকে গ্রেফতার করে সিবিআই। যদি সিবিআই তথ্য প্রমাণ দিতে পারে তবে আমাদের দল ব্যবস্থা নেবে।’