এসটিএফ-এর বড় সাফল্য, পাণ্ডবেশ্বরের পর সালানপুরে উদ্ধার অবৈধ আগ্নেয়াস্ত্র। দিন কয়েক আগে পাণ্ডবেশ্বর এলাকা থেকে উদ্ধার হয়েছিল অত্যাধুনিক অস্ত্র। এবার উদ্ধার হল ঝাড়খন্ড লাগোয়া সালানপুর থানার অন্তর্গত এলাকা থেকে। সালানপুর থানার অন্তর্গত বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের রূপনারায়ানপুর বিহার রোডে নাকা চেকিং-এর সময় উদ্ধার হল ১২টি পিস্তল ও ৪০টি কার্তুজ। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করে এসটিএফ। ধৃতদের সালানপুর থানায় নিয়ে আসা হয়।
ধৃতদের নাম ছোটু ও বলরাম। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ-এর দল অভিযান চালায়। পুলিশের প্রাথমিক অনুমান, বিহারের ভাগলপুর ও মুঙ্গের থেকে আগ্নেয়অস্ত্র গুলি আনা হচ্ছিল। তবে, তারা অস্ত্রগুলি কোথায় নিয়ে যাচ্ছিল তা এখনও জানা যায়নি। এসটিএফ দল ধৃতদের কাছ থেকে দু’টি নাইন এমএম, দু’টি সেভেন এমএম জাতীয় পিস্তল বাজেয়াপ্ত করেছে, সঙ্গে উদ্ধার হয়েছে দু’টি কারবাইন সহ মোট ১২টি পিস্তল। এছাড়াও প্রায় ৪০টি কার্তুজ উদ্ধার হয়েছে।
উল্লেখ্য, দিন কয়েক আগে পাণ্ডবেশ্বর এলাকা থেকে উদ্ধার হয়েছিল অত্যাধুনিক অস্ত্র। এবার উদ্ধার হল ঝাড়খন্ড লাগোয়া সালানপুর থানার অন্তর্গত এলাকা থেকে। সালানপুর থানার অন্তর্গত বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের রূপনারায়ানপুর বিহার রোডে নাকা চেকিং-এর সময় উদ্ধার হল ১২টি পিস্তল ও ৪০টি কার্তুজ। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করে এসটিএফ। ধৃতদের সালানপুর থানায় নিয়ে আসা হয়।
আরও পড়ুন – ট্রেনে কাটা পরে দুই ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া ধুম ডাঙ্গী এলাকায়
ধৃতদের নাম ছোটু ও বলরাম। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ-এর দল অভিযান চালায়। পুলিশের প্রাথমিক অনুমান, বিহারের ভাগলপুর ও মুঙ্গের থেকে আগ্নেয়অস্ত্র গুলি আনা হচ্ছিল। তবে, তারা অস্ত্রগুলি কোথায় নিয়ে যাচ্ছিল তা এখনও জানা যায়নি। এসটিএফ দল ধৃতদের কাছ থেকে দু’টি নাইন এমএম, দু’টি সেভেন এমএম জাতীয় পিস্তল বাজেয়াপ্ত করেছে, সঙ্গে উদ্ধার হয়েছে দু’টি কারবাইন সহ মোট ১২টি পিস্তল। এছাড়াও প্রায় ৪০টি কার্তুজ উদ্ধার হয়েছে।