নন্দী সিস্টারদের গানে মাতল জলপাইগুড়ি। ইউটিউব খ্যাত সোসাল মিডিয়ায় গানে দেশে ঝড় তোলা গায়িকা নন্দী সিস্টারসদের গানে মাতল জল শহর। বুধবার রাতে জলপাইগুড়ি ফণিন্দ্রদেব বিদ্যালয় প্রাঙ্গণে যুব ঐক্য শ্যামা পূজোর সাংস্কৃতিক মঞ্চ মাতালো অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী। এদিন পূজো কমিটির প্রধান উদ্যোগতা তথা জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা জলপাইগুড়ি পৌরসভার সহ সভাপতি সৈকত চ্যাটার্জির উদ্দ্যোগে শ্যামা পূজোর সাংস্কৃতিক মঞ্চে সঙ্গীত পরিবেশন করে নন্দী সিস্টার।
যাদের গানে জল শহরের আট থেকে আশি মাতলো সূরের ছন্দে। এদিন সন্ধ্যে থেকে রাত যত গড়িয়েছে আপামর জনতার ভীর বেড়েছে যুব ঐক্যের পূজো মন্ডপ সহ সাংস্কৃতিক মঞ্চে। যদিও নন্দী সিস্টারদের আশার খবরে বিকেল থেকেই সাংস্কৃতিক মঞ্চের সামনের দর্শকাসনের ভীড় অধীর অপেক্ষায় থাকে। রাত ১১টা নাগাত মঞ্চে উঠে জল শহরে মানুষের মন জয় করে নিল নন্দী সিস্টার সহ যুব ঐকের শ্যামা পূজো। ছবিঃ পিনাকী শীল।
উল্লেখ্য, ইউটিউব খ্যাত সোসাল মিডিয়ায় গানে দেশে ঝড় তোলা গায়িকা নন্দী সিস্টারসদের গানে মাতল জল শহর। বুধবার রাতে জলপাইগুড়ি ফণিন্দ্রদেব বিদ্যালয় প্রাঙ্গণে যুব ঐক্য শ্যামা পূজোর সাংস্কৃতিক মঞ্চ মাতালো অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী। এদিন পূজো কমিটির প্রধান উদ্যোগতা তথা জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা জলপাইগুড়ি পৌরসভার সহ সভাপতি সৈকত চ্যাটার্জির উদ্দ্যোগে শ্যামা পূজোর সাংস্কৃতিক মঞ্চে সঙ্গীত পরিবেশন করে নন্দী সিস্টার।
যাদের গানে জল শহরের আট থেকে আশি মাতলো সূরের ছন্দে। এদিন সন্ধ্যে থেকে রাত যত গড়িয়েছে আপামর জনতার ভীর বেড়েছে যুব ঐক্যের পূজো মন্ডপ সহ সাংস্কৃতিক মঞ্চে। যদিও নন্দী সিস্টারদের আশার খবরে বিকেল থেকেই সাংস্কৃতিক মঞ্চের সামনের দর্শকাসনের ভীড় অধীর অপেক্ষায় থাকে। রাত ১১টা নাগাত মঞ্চে উঠে জল শহরে মানুষের মন জয় করে নিল নন্দী সিস্টার সহ যুব ঐকের শ্যামা পূজো। ছবিঃ পিনাকী শীল।