লালগোলায় মাটি মাফিয়াদের বিরুদ্ধে বিক্ষোভ। অব্যাহত মাটি মাফিয়া রাজ। অভিযোগ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে লালগোলায় রমরমিয়ে চলছে বেআইনিভাবে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। লালগোলা ব্লক জুড়ে রমরমিয়ে চলছে মাটি চুরির দৌরাত্ম্য। রাতের অন্ধকারে তো বটেই দিনের আলোতেও লালগোলা থানার নশীপুর গ্রামপঞ্চায়েতের রামচন্দ্রপুর বাসুমাটি বাঁধ সংলগ্ন এলাকা থেকে প্রায় সমগ্র ব্লক জুড়ে শয়ে শয়ে মাটি ভর্তি ট্রাক্টর ছুটছে দেদার গতিতে।
ভোরের আলো ফোটার আগেই জেসিবির শব্দে জেগে ওঠে আশপাশের মানুষ। এলাকাবাসীদের আরও,অভিযোগ প্রত্যেকদিন আড়াই থেকে তিনশ গাড়ি মাটি চুরি যাচ্ছে এই এলাকা থেকে হুঁশ নেই প্রশাসনের। লালগোলার রামচন্দ্রপুর নদীর পাড় যেন প্রকৃত অর্থেই মাটি মাফিয়াদের দখলে। একাধিকবার প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়ে মেলেনি কোনও সুরাহা। স্থানীয় প্রভাবশালী নেতারাই এর সঙ্গে যুক্ত হওয়ায় কোনও পদক্ষেপ করছে না প্রশাসনিক আধিকারিকরা, এমন দাবিতে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা।
গ্রামবাসীর দাবী মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। পাশাপাশি চাষের জমি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছেন তাঁরা।এরপরই গ্রামবাসীরা লালগোলা থানা ও ভূমি ও ভূমিসংস্কার এবং লালগোলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন। লালগোলা ভূমি ও ভূমিসংস্কার আধিকারিক অসীম ভট্টাচার্য বলেন ,লিখিত অভিযোগ পেয়েছি আমরা মাটি মাফিয়াদের বিরুদ্ধে কড়া হাতে পদক্ষেপ গ্রহন করবো।
আরও পড়ুন – এবার নয়া দুর্নীতি নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ, কি সেই দুর্নীতি
উল্লেখ্য, অব্যাহত মাটি মাফিয়া রাজ। অভিযোগ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে লালগোলায় রমরমিয়ে চলছে বেআইনিভাবে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। লালগোলা ব্লক জুড়ে রমরমিয়ে চলছে মাটি চুরির দৌরাত্ম্য। রাতের অন্ধকারে তো বটেই দিনের আলোতেও লালগোলা থানার নশীপুর গ্রামপঞ্চায়েতের রামচন্দ্রপুর বাসুমাটি বাঁধ সংলগ্ন এলাকা থেকে প্রায় সমগ্র ব্লক জুড়ে শয়ে শয়ে মাটি ভর্তি ট্রাক্টর ছুটছে দেদার গতিতে। ভোরের আলো ফোটার আগেই জেসিবির শব্দে জেগে ওঠে আশপাশের মানুষ।
এলাকাবাসীদের আরও,অভিযোগ প্রত্যেকদিন আড়াই থেকে তিনশ গাড়ি মাটি চুরি যাচ্ছে এই এলাকা থেকে হুঁশ নেই প্রশাসনের। লালগোলার রামচন্দ্রপুর নদীর পাড় যেন প্রকৃত অর্থেই মাটি মাফিয়াদের দখলে। একাধিকবার প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়ে মেলেনি কোনও সুরাহা। স্থানীয় প্রভাবশালী নেতারাই এর সঙ্গে যুক্ত হওয়ায় কোনও পদক্ষেপ করছে না প্রশাসনিক আধিকারিকরা, এমন দাবিতে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। গ্রামবাসীর দাবী মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।
পাশাপাশি চাষের জমি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছেন তাঁরা।এরপরই গ্রামবাসীরা লালগোলা থানা ও ভূমি ও ভূমিসংস্কার এবং লালগোলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন। লালগোলা ভূমি ও ভূমিসংস্কার আধিকারিক অসীম ভট্টাচার্য বলেন ,লিখিত অভিযোগ পেয়েছি আমরা মাটি মাফিয়াদের বিরুদ্ধে কড়া হাতে পদক্ষেপ গ্রহন করবো।