লোকের ফোন চেক করা নাকি স্বভাব ক্যাটরিনার! বিপাকে ভিকি

লোকের ফোন চেক করা নাকি স্বভাব ক্যাটরিনার! বিপাকে ভিকি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Katrina

লোকের ফোন চেক করা নাকি স্বভাব ক্যাটরিনার! বিপাকে ভিকি, বান্ধবীদের সঙ্গে একটি খেলা খেলতে-খেলতে ক্যাটরিনার স্বীকারোক্তি, তিনি অন্য মানুষের ফোন চেক করেছেন। ক্যাটরিনা বলেছেন, “আমি এই কাজটা করেছি।” যে কোনও অনুষ্ঠান কিংবা বিশেষ দিনে ক্যাটরিনা কাইফ তাঁর স্বামী ভিকি কৌশলের সঙ্গে কীভাবে উদযাপন করছেন, তা হয়ে ওঠে আলোচনার বিষয়। কিন্তু শোনা যাচ্ছে, প্রেমদিবস শুরু হয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত জানা যায়নি ক্যাটরিনার পরিকল্পনা। তবে হ্যাঁ, ‘গ্যালেন্টাইন্স ডে ২০২৩’ (Galentine’s Day 2023 – মেয়েরা নিজেদের মধ্যে যদি সময় কাটায় প্রেমদিবসে, তা হলে সেটাকে বলা হয় গ্যালেন্টাইন্স ডে) ক্যাটরিনা উদযাপন করতে বসেছিলেন তাঁর বান্ধবীদের সঙ্গে – মিনি মাথুর এবং করিশ্মা কোহলি। ইনস্টাগ্রামে ক্যাটরিনার সৌন্দর্য প্রসাধনী ব্র্যান্ড কে বিউটি সেই ভিডিয়ো শেয়ার করেছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ক্যাট তাঁর বান্ধবীদের সঙ্গে অনন্য়া খেলায় মেতেছেন। সেই খেলার নাম ‘নেভার হ্যাভ আই এভার’। এক চামচ কেক খেয়ে তাঁদের নিজেদের বিষয়ে একটি সত্যি কথা বলতে হবে, সেটাই ছিল এই খেলার নিয়ম।

 

 

খেলাটি খেলতে-খেলতে ক্যাটরিনার স্বীকারোক্তি, তিনি অন্য মানুষের ফোন চেক করেছেন। ক্যাটরিনা বলেছেন, “আমি এই কাজটা করেছি।” মিনি তখন বলেন, “ভিকি তুমি এবার পাসওয়ার্ড পাল্টে নাও। কেউ যদি আমার ফোন খুলে তাঁর পাশে রাখেন, আমি দেখব না। আমি এখন অনেক বুদ্ধিমান হয়েছি। নিজেকে সামলে নিয়েছি।”

 

 

 

দুটি ছবির কাজে এখন নিজেকে ব্যস্ত রেখেছেন ক্যাটরিনা কাইফ। একটি ছবির নাম ‘মেরি ক্রিসমাস’। পরিচালক শ্রীরাম রাঘবনের সেই ছবিতে তাঁকে দেখা যাবে বিজয় সেতুপতির চরিত্রে। এই ছবিটি মুক্তি পাবে এই বছরের শেষের দিকে। তিনি সলমন খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ ছবিতেও অভিনয় করেছেন।

 

আরও পড়ুন – নিউ গড়িয়া-রুবি মেট্রোপথে বকেয়া কাজ দ্রুত শেষ করার নির্দেশ ,

এই খেলায় ক্যাটরিনা এও স্বীকার করে নিয়েছিলেন যে, তিনি তাঁর শরীরের একটি চোট নিয়ে একবার মিথ্যাচারও করেছিলেন। ২০০৯ সালে নিউ ইয়র্ক ছবির শুটিংয়ের সময় পায়ে ব্যথা পাওয়ার মিথ্যা অজুহাত দিয়েছিলেন ক্য়াটরিনা।তারপর ক্যাটরিনা এও জানিয়েছেন যে, তিনি নিজের নামে গুগল করেন। দীপাবলির পার্টিতে তিনি নিজের স্নানঘরে ঢুকে একবার নাকি হাপুস নয়নে কেঁদেওছিলেন।

(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top