নজরে পঞ্চায়েত ভোট! রাজ্যের সব বিধানসভায় সভা করবে বঙ্গ বিজেপি,

নজরে পঞ্চায়েত ভোট! রাজ্যের সব বিধানসভায় সভা করবে বঙ্গ বিজেপি, দু্র্নীতিতে বিদ্ধ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী এখন জেলে। গরু, কয়লা পাচারের অভিযোগের পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে বিদ্ধ সরকার। এই পরিস্থিতিতে ভোটাবাক্সে কাজে লাগাতে চাইছে এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। আগামী লোকসভা নির্বাচনে আগে পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করতে মরিয়া বাংলা বিজেপি। সেই লক্ষ্যেই এক গুচ্ছ কর্মসূচি নেওয়া হচ্ছে বিজেপির তরফে। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের ২৯৪টি বিধানসভা এলাকায় জনসভা করবে বঙ্গ বিজেপি। সোমবার থেকে শুরু হবে এই সভা। এবং তা চলবে গোটা জুন মাস জুড়ে। বঙ্গ বিজেপির প্রথম সারির মুখরা উপস্থিত থাকবেন এই সব সভায়।

 

 

 

 

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এই মাসে ৯ বছর পূর্ণ করেছে। সেই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে প্রচার করছে বিজেপি। মোদী সরকারের ৯ বছর উপলক্ষ্যে এ রাজ্যের হবে সভা। প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন বেশ কয়েকটি সভায়। প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও উপস্থিত থাকবেন। বিধানসভা ভিত্তিক সভার পর বিজেপি লক্ষ্য ব্লক ধরে প্রায় এক হাজার সভা করা।

 

 

 

 

আরও পড়ুন- আদালতের নির্দেশে হাসি ফুটল বামেদের মুখে,সভার অনুমতি দিল আদালত,

 

 

 

পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করতে মরিয়া বিজেপি শুরু করে দিয়েছে প্রস্তুতি। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের সব বিধানসভা এলাকায় সভা করবে রাজ্য বিজেপি। সোমবার থেকে শুরু হয়ে গোটা জুন মাস জুড়ে চলবে বিজেপির এই কর্মসূচি। এই সব সভাগুলিতে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায় এবং শমীক ভট্টাচার্য এবং রাহুল সিনহার মতো নেতারা। পঞ্চায়েত নির্বাচনের আগে বিদেপির পালে হাওয়া তুলতে করা হবে এই সব সভা। কোনও কোনও সভাতে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের রাখা হয়েছে। তবে সভার ব্যাপারে জোর দেওয়া হয়েছে রাজ্য নেতাদের উপরেই। পঞ্চায়েত নির্বাচনে বাইরের নেতা নয়, বঙ্গের নেতাদেরই উপর বেশি ভরসা করছে বলে খবর বিজেপি সূত্রে।