ইমরান খানকে শর্তাধীন জামিন দিল লাহোর হাইকোর্ট

ইমরান খানকে শর্তাধীন জামিন দিল লাহোর হাইকোর্ট। আরও এক সুরক্ষাকবচ ইমরানের! এবার সিনিয়ার সেনা আধিকারিকের বিরুদ্ধে অশালীন মন্তব্য মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) সুপ্রিমো ইমরান খানকে (Imran Khan) প্রোটেকটিভ জামিন অর্থাৎ শর্তাধীন জামিন দিল লাহোর হাইকোর্ট। আগামী ২৬ এপ্রিল পর্যন্ত তাঁর শর্তাধীন জামিন মঞ্জুর করেছে আদালত। তবে শর্তাধীন জামিন মোতাবেক ২৬ এপ্রিল পর্যন্ত ইমরান খানকে গ্রেফতার করা না গেলেও বিশেষ কারও সঙ্গে কথা বলা বা আনাগোনার ক্ষেত্রে শর্ত আরোপ করা হয়েছে।

 

 

 

 

 

 

প্রসঙ্গত, তোষাখানা দুর্নীতি সহ মোট ৯টি মামলা ঝুলছে PTI প্রধান ইমরান খানের মামলায়। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল। যা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে লাহোর। ইমরানকে গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে পিটিআই কর্মী-সমর্থকদের খণ্ডযুদ্ধ বাধে। তারপর গত ১৮ মার্চ ও ২৭ মার্চ দু-দফায় ইমরানকে অন্তর্বতী জামিন দেয় লাহোর হাইকোর্ট। এরপর গত ৬ এপ্রিল ৮টি মামলায় ইমরানের খানের (Pak Ex-PM) অন্তর্বতীকালীন জামিনের মেয়াদ ১৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট (Islamabad High Court)। ফলে আপাতত খানিক স্বস্তি পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) প্রধান ইমরান খান। একইসঙ্গে প্রতিটি শুনানিতে ইমরানের উপস্থিত না থাকার অনুরোধও মঞ্জুর করেন বিচারপতি।

 

 

 

আরও পড়ুন-  নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন গ্রামে পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামালে ভারতীয় সেনার জওয়ানরা।

 

 

 

আদালত সূত্রে খবর, পাকিস্তানেরই সিনিয়ার সেনা আধিকারিকের বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সি ইমরান খানের বিরুদ্ধে। তিনি ওই সিনিয়ার আধিকারিকে অশালীন মন্তব্য করেছেন এবং তাঁর পরিবার বিপদের মুখে রয়েছে বলে আদালতে মামলা দায়ের হয়েছে। সেই মামলারই আগাম জামিনের আবেদন করে এদিন লাহোর হাইকোর্টের দ্বারস্থ হন ইমরান খান স্বয়ং। তার প্রেক্ষিতেই আদালত ২৬ এপ্রিল পর্যন্ত ইমরান খানের শর্তাধীন জামিন মঞ্জুর করেছে। যদিও তুচ্ছ কারণেই ইসলামাবাদ পুলিশ ইমরান খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং লাহোর হাইকোর্টের বিচারপতি আলি বাকির নাজফি তাঁর শর্তাধীন জামিন মঞ্জুর করেছেন বলে আদালতের তরফে জানানো হয়েছে।