সাপ খাচ্ছে বোতলে করে জল

নিউজ ডেস্ক, ১৪ অক্টোবর, ২০২০:আপনি কি কখনও দেখেছেন সাপকে বোতলে করে জল খেতে, একদম মানুষের মতন। ভাবছেণ হেয়ালি করছি। একদমই না। আমাদের কাছে এমন একটা ভিডিও এসে পৌঁছেছে যেখানে দেখা যাচ্ছে পুর একদম মানুষের মতন। আমরাও আপনাদের মতন অবাক হয়েছিলাম প্রথমে, তবে ভিডিও টা দেখলেই বুঝতে পারবেন কটটা সত্যি।

কথায় আছে জল ই জীবন। কথাটা যে শুধু মানুষের জন্যই প্রযোজ্য এমনটা নয়, প্রানিদের জন্যও প্রযোজ্য। কেন বললাম এই কথা? তাহলে দেখুন, একটা কোবরা সাপ। জঙ্গলে আটকে গিয়েছিল। ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্য। সেই সময়ই এল উদ্ধারকারী দল। জঙ্গল থেকে তুলে নিয়ে কেম্ন করে সাপটি ছাড়াল দেখুন। ব্যাস তারপরেই একটা ছোট শিশু জেরকম হা করে থাকে জল খাবে বলে তেমন ভাবেই ফণা তুলে হা করে রয়েছে সাপটি। বোতল থেকে জল ঢালতেই কেমন ঢক ঢক করে জল খাচ্ছে দেখুন।

 

আরও পড়ুন…বড়লোক বাড়ির মেয়েকে বিয়ের দায় পুলিশের মারে প্রান গেল কাকার

যেন পিপাসা মিটল। ওই দেখুন ধিরে ধিরে বত থেকে মুখে করে জল নিয়ে খেয়ে ফেলছে। বিশ্বাস না হলেও কিন্তু বাস্তবে হয়েছে এটা। জলের আশায় তাকিয়ে আছে দেখুন। উফ যেন জল খেয়ে পিপাশা মিটল।