ছাদ ফুটো হয়ে জল! বিশ্বের ধনীতম বোর্ডের ‘সেরা’ স্টেডিয়ামের বেহাল দশা

ছাদ ফুটো হয়ে জল! বিশ্বের ধনীতম বোর্ডের ‘সেরা’ স্টেডিয়ামের বেহাল দশা,এ বারের আইপিএল ফাইনালের পর মহেন্দ্র সিংহ ধোনি অবসর নেবেন কি না তাই নিয়ে জল্পনা চলছে। তাই ‘থালা’কে দেখতে হাজির হয়েছিলেন ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ। চেন্নাই থেকে তো বটেই, বেঙ্গালুরু, কোচি, দিল্লি, চণ্ডীগড় থেকেও অনেকে এসেছিলেন। কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়াম রবিবার হেনস্থার শিকার হতে হল তাঁদের। বৃষ্টির জেরে রবিবার ম্যাচ হয়নি। ফলে দর্শকদের অব্যবস্থার সম্মুখীন হতে হয়েছে। রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হেনস্থার শিকার হতে হল দর্শকদের। বৃষ্টির জেরে রবিবার ম্যাচ হয়নি। স্টেডিয়ামের ছাদ ফুটো হয়ে জল পড়তে থাকে। দর্শকদের অব্যবস্থার সম্মুখীন হতে হয়েছে।

 

 

 

 

 

 

স্টেডিয়ামের দুর্দশার আরও তথ্য প্রকাশ্যে এসেছে। কেদার নামে এক সমর্থক পরিবার নিয়ে খেলা দেখতে এসেছিলেন। কিন্তু বৃষ্টি শুরু হওয়ার পরেই সমস্যা বাড়ে। তিনি সংবাদ সংস্থাকে বলেছেন, “বৃষ্টি শুরু হতেই সবাই ছোটাছুটি করে আশ্রয় খুঁজতে শুরু করে। প্রবল ধাক্কাধাক্কি হয়। স্টেডিয়ামে কোনও নেটওয়ার্ক ছিল না। পরিবারের সঙ্গে আমি আর একটু হলেই আলাদা হয়ে যেতাম। তখন যোগাযোগের উপায় থাকত না।”

 

 

 

 

 

আরও পড়ুন – মঙ্গলবার অভিষেকের জনসংযোগ যাত্রা পৌঁছবে পূর্ব মেদিনীপুর জেলায়, হেঁটে যাবেন শুভেন্দুর কেন্দ্র…

 

 

 

 

সোমবার সকাল থেকেই একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেই ভিডিয়োর সত্যতা সাইন টিভি 24X7 যাচাই করেনি। কিন্তু দেখা যায় স্টেডিয়ামের ছাদ ফুটো হয়ে জল পড়ছে। আর সেই জলে ভেসে যাচ্ছে দর্শকাসন। জনৈক দর্শক সেই ভিডিয়ো টুইট করে লেখেন, “যাঁরা ছাদে ঘেরা স্টেডিয়ামের আশা করছেন, তাঁরা দেখুন বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের সবচেয়ে ভাল স্টেডিয়ামে কী অবস্থা।” সেই ভিডিয়োয় এক সমর্থক লিখেছেন, “খুব খারাপ অভিজ্ঞতা স্টেডিয়ামের ভিতরে এবং বাইরে। পার্কিংয়ের এলাকায় কাদা ভর্তি এবং সুইমিং পুলের মতো জল।”

 

 

 

 

(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )