দেশ-আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মহিলা দিবস। নিজ ক্ষেত্রে তা সে বাড়ি হোক কিংবা অফিস সকল নারীকে স্যালুট জানাচ্ছে গোটা বিশ্ব। এমন বিশেষ দিনে সকল নারীদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ।
যেখানে তিনি লিখছেন, মহিলা দিবসে সমস্ত নারী শক্তিকে শুভেছা এবং অভিনন্দন জানাই। আমাদের সরকার সবসময় নারীর ক্ষমতায়নের জন্য কাজ করেছে, যা আমাদের পরিকল্পনা ও কর্মসূচিতেও প্রতিফলিত হয়েছে।
শুধু তাই নয়, এই প্রসঙ্গে X এ তিনি লিখেছেন, আমার সোশ্যাল মিডিয়া জুড়ে থাকবেন সেই সব মহিলারা যারা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পেয়েছেন। এই বিষয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে মহিলাদের অবদানের কথাও ওই ভিডিওতে তুলে ধরা হয়েছে। বিকশিত ভারতের ক্ষেত্রে মহিলাদের অবদানের কথাও প্রধানমন্ত্রীকে ওই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে।
অন্যদিকে আজ মহিলা দিবসের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়ার পরিচালনার দায়িত্ব কৃতী মহিলাদের হাতেই থাকবে। এই বিষয়ে গত ৭ তারিখেই ঘোষণা করেন খোদ প্রধানমন্ত্রী নিজেই। সেই মতো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের দায়িত্ব মহিলাদের কাঁধেই। বলে রাখা প্রয়োজন, গত ২০২০ সাল থেকেই প্রধানমন্ত্রী এমনটা করে আসছেন। ২০২০ সালে প্রধানমন্ত্রী মোদী প্রথম নারী দিবসে এই বিষয়ে ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী জানান, অনুপ্রেরণা দেয় এমন মহিলারাই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি হান্ডেল করবে। এহেন ঘোষণায় অনেকেই অবাক হয়েছিলেন। প্রত্যেক বছরই আন্তজাতিক মহিলা দিবসে মহিলাদের স্যালুট জানাতে এই উদ্যোগ নেন নরেন্দ্র মোদী।
আন্তর্জাতিক নারী দিবসকে মাথায় রেখে আজ শুক্রবার একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নবসারির ভানসি বরসি গ্রামে একটি অনুষ্ঠান। গুজরাত পুলিশের মহিলা কর্মীদের মাধ্যমে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানেই যোগ দেওয়ার কথা আছে এদিন প্রধানমন্ত্রীর।
এজন্য মোট ২,১৪৫ জন মহিলা কনস্টেবল, ১৮৭ জন মহিলা সাব-ইন্সপেক্টর, ৬১ জন মহিলা ইন্সপেক্টর, ১৬ জন মহিলা ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসপি), পাঁচজন মহিলা এসপি, একজন মহিলা ইন্সপেক্টর জেনারেল (আইজি) এবং একজন এডিজিপি’কে মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে।
