বাংলাদেশে ধরা পড়ছে প্রচুর ইলিশ, অপেক্ষায় এপার বাংলার ইলিশ (Hilsa) প্রেমীরা

বাংলাদেশে ধরা পড়ছে প্রচুর ইলিশ, অপেক্ষায় এপার বাংলার ইলিশ (Hilsa) প্রেমীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Hilsa
বাংলাদেশে ধরা পড়ছে প্রচুর ইলিশ, অপেক্ষায় এপার বাংলার ইলিশ (Hilsa)  প্রেমীরা
ছবি সংগ্রহে সাইন টিভি

 

রাজ্যে বর্ষার মরসুম শুরু হয়ে গেলেও সেই হারে ইলিশের (Hilsa) দেখা মিলছে না। আর জেলেদের জালে ইলিশ সেইভাবে ধরা না পড়ার কারণে বাঙালির  পাতে ইলিশ (Hilsa) সেইভাবে পড়ছে না।  কলকাতা সহ রাজ্যের বিভিন্ন  বাজারে আকাল তো বটেই। যদি বা বাজারে তার দেখা মেলে, দামের জেরে হাত ঠেকানো যায় না। মাথায় হাত পড়ে যায় আর কি। সেই ইলিশেরই খরা বোধ হয় একটু কাটছে। কারণ বাংলাদেশে জালে ধরা পড়েছে হাজার হাজার টন ইলিশ।

 

বঙ্গোপসাগরে এখন ইলিশ ধরার ভরা মরসুম চলছে। ইলিশের (Hilsa) সন্ধানে বাংলাদেশের কক্সবাজার, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, খুলনা, ভোলা সহ বিভিন্ন অঞ্চলের জলে নেমেছে হাজার হাজার ট্রলার। তবে এবার সবথেকে বেশি ইলিশ ধরা পড়েছে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে। গত ১৫ দিনে এই জেলায় নেমেছিল ৫ হাজারের বেশি ট্রলার। তাতে ধরা পড়েছে দেড় হাজার মেট্রিক টন ইলিশ। ৯০ শতাংশ ইলিশের ওজন ১ কেজির বেশি। কিছু ইলিশের ওজন ২ কেজিরও বেশি।

 

আর ও  পড়ুন     ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলায় ওসামা বিন লাদেনকে (Osama bin Laden) নির্দোষ ঘোষণা করলো তালিবানরা

 

বাংলাদেশ সরকার ৬৫ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করেছিল বঙ্গোপসাগরে। ২৩ জুলাই তা শেষ হয়েছে। নিষেধাজ্ঞা উঠতেই সাগরে নেমে পড়েন মৎস্যজীবীরা। তাঁদের মতে ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকায় সাগরে মাছের প্রজনন বেড়েছে। আকার বড় হয়েছে। এখন তারা বেশি মাছ পাচ্ছেন।

 

ইলিশ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ বছর বৃষ্টিপাত বেশি হওয়ায় নদীতে জলের স্রোত বেড়েছে। আর এজন্যই ইলিশ আগের চেয়ে বেশি ধরা পড়ছে। এছাড়া সামুদ্রিক নিম্নচাপ এবং সাইক্লোনের প্রভাবেও বেড়েছে ইলিশের উৎপাদন। পড়শি দেশে ইলিশ জালে বেশি উঠলে এ পারেও তার ভাগ আসে বৈকি!‌ তাতেই বুক বাঁধছে পশ্চিমবঙ্গের বাঙালিও।

 

প্রতিবছর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় প্রচুর ইলিশ ঢোকে পশ্চিমবঙ্গে। ফলে এই বছর বাংলাদেশে প্রচুর ইলিশ ধরা  পড়ায় এপার বাংলার ইলিশ প্রেমীরা এখন তাকিয়ে বাংলাদেশ থেকে কবে ইলিশ এই বাংলায় ঢুকবে সেই অপেক্ষায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top