স্টাফরুমে তালা দিলেন কৃষ্ণনগর উইমেনস কলেজের অধ্যক্ষ মানবী ব্যানার্জী। রাত পর্যন্ত অধ্যক্ষ বসে আছেন কলেজে ।শিক্ষকদের অভিযোগ অধ্যক্ষ এর বিরুদ্ধে l নদিয়ার জেলাশাসক এর কাছে গিয়েছিলেন শিক্ষকরা ।জেলাশাসক এর দপ্তর থেকে তারা ফিরে এসে দেখেন স্টাফ রুমে তালা ঝুলছে। অধ্যক্ষের বক্তব্য দুপুরে রাউন্ড দিতে গিয়ে দেখি দু, তিন জন ছাড়া কলেজে আর কোনো শিক্ষক নেই স্টাফ রুম ফাকা আমাকে কেউ জানিয়ে বাইরে যায়নি l বিকেল নাগাদ শিক্ষকরা দল বেঁধে কলেজ ফেরেন ।অধ্যক্ষের বক্তব্য পঠন পাঠনের প্রতি দরদ না দেখিয়ে এক দল শিক্ষক কলেজে এসে চলে যায় বলে কিছু হয়নি তিন বছর ধরে ফাঁকি বাজি করছেন আমি কলেজের ভালো চাইবো ছাত্রীদের ভালো আগে ভাববো l