৮ ফুট গভীর খাদে পড়ে গিয়েছে একটা আস্ত বড় ষাঁড়

১৭ জানুয়ারি, ব্যস্ত শহর, ছুটছে মানুষ, সকলেই নিজ নিজ কাজে মত্ত।তার মধ্যেই হঠাৎ চোখে পড়ে ৮ ফুট গভীর খাদে পড়ে গিয়েছে একটা আস্ত বড় ষাঁড়।বেরোনোর জন্য বহু চেষ্টা চালাচ্ছে কিন্তু এতবড়ো শরীর নিয়ে ওঠা তো অসম্ভব।

উত্তরপ্রদেশে এমনই এক ঘটনায় ঘটনাস্থলে ভিড় করেছে বহু মানুষ।মানুষের মধ্যে যে এখনও বেঁচে আছে মনুষত্ব তা স্পষ্ট ফুটে ওঠে এই ঘটনায়।হাতে করে টেনে এতো বড় শরীরকে তো তোলা সম্ভব নয়, তাই তোলার উপায় ভাবতে থাকল সকলে তারপর ষাঁড়টিকে ক্রেনের মাধ্যমে তোলার ব্যবস্থা করা হয়।৮ ফুট গভীর খাদে পড়ে যাওয়া ষাঁড়টিকে দড়ি দিয়ে বেঁধে ক্রেনের দ্বারা উদ্ধার করা হল।

স্থানীয় বাসিন্দারা জানায়, জানুয়ারীর ৭ তারিখে উত্তরপ্রদেশের মথুরায় হাইওয়ে থানা এলাকায় ষাঁড়টি ‘নুল্লায়’ পড়ে যায়।স্থানীয়রা তৎক্ষণাৎ একটি প্রাণী উদ্ধারকারী দলের সাথে যোগাযোগ করে এবং ষাঁড়টিকে উদ্ধার করতে সহায়তা করে।