Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
একাধিক মাল্টিপ্লেক্সে ‘জওয়ান’-এর টিকিটের অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে

মুক্তির ২১ দিন আগে থেকে ‘জওয়ান’ ঝড় দুবাইয়ে, শুরু অগ্রিম টিকিট বুকিং

মুক্তির ২১ দিন আগে থেকে ‘জওয়ান’ ঝড় দুবাইয়ে, শুরু অগ্রিম টিকিট বুকিং

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মুক্তির ২১ দিন আগে থেকে ‘জওয়ান’ ঝড় দুবাইয়ে, শুরু অগ্রিম টিকিট বুকিং। বছর শুরু হয়েছে ‘পাঠান’-এর হাত ধরে। তার মাস ছয়েক পরে এ বার ‘জওয়ান’-এর পালা। আরও একটি অ্যাকশন ও বিনোদনে ভরপুর ছবি নিয়ে ফিরছেন শাহরুখ খান। ‘জওয়ান’-এর আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই ছবির জন্য মুখিয়ে ছিলেন দর্শক ও অনুরাগীরা। গত ১০ জুলাই ছবির প্রিভিউ মুক্তি পাওয়ার পর সেই উদ্দীপনা আরও বেড়ে গিয়েছে। ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। মুক্তির আর এক মাসও বাকি নেই। কাজেই, ছবির মুক্তির অপেক্ষায় এখন রীতিমতো দিন গুনছেন বাদশার অনুরাগীরা। এর মাঝেই সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হয়ে গেল ‘জওয়ান’-এর টিকিটের অগ্রিম বুকিং।

 

 

 

 

 

এ দিকে, ‘জওয়ান’ ছবির মুক্তির আগেও ‘পাঠান’ মন্ত্রেই ভরসা রেখেছেন শাহরুখ। জানুয়ারিতে ‘পাঠান’ মুক্তির আগে ছবির কোনও প্রচারমূলক অনুষ্ঠানে দেখা যায়নি শাহরুখকে। সমাজমাধ্যমের পাতায় স্রেফ ‘আস্ক এসআরকে’-এর মাধ্যমেই ছবির প্রচার সেরেছিলেন তিনি। তাতেই ছক্কা হাঁকিয়েছিল ছবি। খবর, ‘জওয়ান’-এর ক্ষেত্রে একই পরিকল্পনা নিয়েছেন নির্মাতারা।

 

 

 

 

আরও পড়ুন –  বরখাস্ত হওয়া ছাত্র ক্যাম্পাসে ঢুকে ভয় দেখান পড়ুয়াদের! যাদবপুর কাণ্ডের পর এ…

 

https://twitter.com/iamsrk_brk/status/1691379738781380608?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1691379738781380608%7Ctwgr%5Ec9f4af596e2cb7c24506bca9822eaedcdd54c971%7Ctwcon%5Es1_&ref_url=http%3A%2F%2Fmgmt-abp.ttef.in%2Fwp-admin%2Fadmin.php%3Fpage%3Dworkspace_create

 

 

 

সম্প্রতি টুইটারের পাতায় বিভিন্ন মাল্টিপ্লেক্সের ওয়েবসাইটের ছবি শেয়ার করেছেন এক নেটাগরিক ও শাহরুখ অনুরাগী। সেখানেই দেখা যাচ্ছে, ইউএই-এর একাধিক মাল্টিপ্লেক্সে ‘জওয়ান’-এর টিকিটের অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। শাহরুখ খানকে নিয়ে বরাবরই উৎসাহ রয়েছে দুবাইবাসীর (Dubai) । ‘পাঠান’-এর সময়েও তার ঝলক দেখা গিয়েছে একাধিক বার। ‘জওয়ান’-এর ক্ষেত্রেও যে তার অন্যথা হবে না, তা বোঝা গিয়েছিল আগেই। তবে ২১ দিন আগে থেকে অগ্রিম বুকিং শুরু হয়ে যাওয়ায় কিছুটা অবাকও হয়েছে নেটাগরিকদের একাংশ। তাঁদের প্রশ্ন, ভারতে কবে থেকে শুরু হবে অগ্রিম বুকিং? যদিও সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।

( সব খবর , ঠিক খবর, প্রত্যেক মুহুত্রে অফলোও করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top