পাকিস্তানে ফিরে যাওয়ার হুমকির মাঝেই পাবজি প্রেমকাণ্ডে নয়া মোড়,প্রেমিককে নিয়ে বেপাত্তা সীমা,সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করা সীমা হায়দারকে পাকিস্তানে ফিরে যাওয়ার চরম সময়সীমা বেধে দিল ‘গৌরক্ষা হিন্দু দল’ নামে একটি সংগঠন।৭২ ঘণ্টার মধ্যে ভারত থেকে না চলে গেলে,বড়সড় আন্দোলনের হুমকি গিয়েছে সংগঠনটি।এদিকে পাকিস্তানি গৃহবধূ সীমা এবং তার ভারতীয় প্রেমিক শচীন গত কয়েকদিন ধরে নিখোঁজ বলে জানা গেছে।সংগঠনের জাতীয় সভাপতি বেদ নগর অভিযোগ করেন,সীমা আদতে একজন পাকিস্তানি গুপ্তচর।গুপ্তচরবৃত্তি করতেই ভারতে অনুপ্রবেশ করেছে সে।এটা দেশের কাছে বিপদ হয়ে দাঁড়াতে পারে। বিশ্বাসঘাতক দেশের একজন নারীকে সহ্য করা হবেনা বলে হুঁশিয়ারি দেন তিনি।
গত ১৩ জুলাই দু’জনকে শেষ দেখা গিয়েছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা।তারা কোথায় গেছে,সে সম্বন্ধে বিশদ কিছু জানাতে পারেননি।এই ঘটনায় নতুন করে তৈরি হয়েছে জল্পনা।হিন্দু সংগঠনের হুমকির সঙ্গে সীমা-শচীনের উধাও-এর কোনও সম্পর্ক আছে কীনা,তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।কয়েকদিন আগে সীমাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার জন্য মুম্বই পুলিশের কাছে একটি অজানা নম্বর থেকে ফোন আসে।না পাঠালে, পরিমাণ ভুগতে হবে বলে দেওয়া হয়েছিল হুমকি।মুম্বইয়ে জঙ্গি হামলার ধাঁচ হামলার হুঁশিয়ারি দেওয়া হয়।
প্রসঙ্গত,অনলাইনে পাবজি গেম খেলতে গিয়ে ২০১৯ সালে পরিচয় হয় পাকিস্তানি সীমা হায়দারের সঙ্গে ভারতীয় তরুণ শচীনের।বন্ধুত্ব পরে প্রেমে পরিণতি হয়।প্রেমিকের টানে কয়েকদিন আগে চার সন্তানকে নিয়ে সীমা নেপাল হয়ে ভারতে বেআইনি প্রবেশ করে।সেই সঙ্গে গ্রেটার নয়ডায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতে থাকে তারা।বেআইনিভাবে প্রবেশের জন্য গত ৪ জুলাই সীমাকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতার করা হয় শচীনকেও।এরপর তাদের গ্রেটার নয়ডার একটি আদালতে তোলা হলে,গত ৮ জুলাই মুক্তি দেয় বিচারক।সেই সময় তার বিরুদ্ধে পুলিশ গুপ্তচরবৃত্তির অভিযোগ আনলেও,তা নস্যাৎ করে দিয়েছিল পাকিস্তানি গৃহবধূ।
আরও পড়ুন – মাঝেরহাট স্টেশন নিয়ে বড় আপডেট, কবে থেকে শুরু হবে মেট্রো পরিষেবা? জেনে…
৭২ ঘণ্টার মধ্যে সীমা হায়দার পাকিস্তানে ফিরে না গেলে,বড় ধরনের আন্দোলনে তারা সামিল হবেন বলে এক ভিডিয়ো বার্তায় জানান।হিন্দু সংগঠনের এই হুঁশিয়ারি নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে গ্রেটার নয়ডার যেখানে সীমা থাকে, সেখানে যোগাযোগ করার চেষ্টা করা হয়।কিন্তু সেখান খোঁজ নিয়ে জানা গেছে,গত বেশ কয়েকদিন ধরে সীমা ও তার প্রেমিক শচীন নিখোঁজ।