‘রাসমণি’-র জগদম্বা- রোশনি! ভ্যাকেশনে কোথায় গেলেন অভিনেত্রী?

‘রাসমণি’-র জগদম্বা- রোশনি! ভ্যাকেশনে কোথায় গেলেন অভিনেত্রী?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – টলিউডের অত্যন্ত পরিচিত মুখ রোশনি ভট্টাচার্য। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দা ও ওটিটি-তেও কাজ করছেন অভিনেত্রী। সোস্যাল মিডিয়াতেও খুবই জনপ্রিয় তিনি। ইনস্টাগ্রামে তাঁর ২ লক্ষ ১৬ হাজারের বেশি ফলোয়ার্স সংখ্যা। আর সেখানে উঁকি মারলেই ধরা পড়ে পর্দার জগদম্বার একেবারে অন্য রকম লুক। কাজের থেকে ছুটি নিয়ে প্রায়ই ঘুরতে যান রোশনি। নিজের সোশ্যাল পেজে ভ্যাকেশনে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।



রোশনির এবারের ডেস্টিনেশন থাইল্যান্ড। ফুকেটের পাটং বিচ থেকে কিছু ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সমুদ্র সৈকতে তিনি ধরা দিলেন মনোকিনিতে। ছবিতে দেখা যাচ্ছে জলকেলিতে ব্যস্ত সিক্ত নায়িকা। সাদা রঙের উপর রঙিন ফ্লোরাল প্রিন্টের বিচওয়্যার বেছে নিয়েছেন রোশনি নিজের জন্য। তাঁর বোল্ড লুকে মন মজেছেন নেটিজেনদের। প্রশংসা- ভালোবাসায় ভরাচ্ছেন সকলে। যদিও এই প্রথম নয়, রোশনির সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই দেখা যাবে যে, নায়িকার একাধিক বোল্ড অবতারের ছবি রয়েছে। কখনও বিকিনি আবার কখনও বা মনোকিনিতে ঝড় তুলছেন রোশনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top