নিজস্ব সংবাদদাতা,আসানসোল,৪ ঠা আগস্ট :কোলিয়ারি কর্মরত সিকিউরিটি গার্ড কে পায়ে গুলি.ঘটনাটি ঘটে আসানসোল ডামড়া মুসলা কোলিয়ারি !! বেসরকারি সিউকোরিটি গার্ড রাজেশ মিশ্র রাতে কর্মরত অবস্থায় দুষ্কৃতীদের ঠেকাতে গুলি খায় পায়ে মাটিতে লুটিয়ে পরে পাঁচ থেকে সাত জন দুষ্কৃতী ছিল তারা চম্পট দেয়!!
রাতের অন্ধকারে এরা চুরি করতে এসে ছিল এমন টাই বললেন রাজেশ ! আহত কর্মীকে সহ কর্মী ও পুলিশ সাথে সাথে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে ..হাসপাতাল সূত্রের খবর ডান পায়ে গুলি লেগেছে এখন চিকিৎসা চলছে !পুলিশ তদন্তে।