নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২৫ জানুয়ারি, আজ হালিশহরে ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীরা এনআরসি, সিএএ নিয়ে বাড়ি বাড়ি ক্যাম্পেইনিং করার সময় বিজেপি তৃণমূল কংগ্রেস কর্মীদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে সোমনাথ গাঙ্গুলী নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী আহত হয় তাকে কল্যাণী যে এন এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনা প্রসঙ্গে কি বললেন বিজেপি কাউন্সিলর অশোক যাদব ও তৃণমূলের ব্যারাকপুরের অবজারভার সুবোধ অধিকারী ঘটনাস্থলে পুলিশ ফাঁড়ির পুলিশ ও পুলিশের বিশাল সংখ্যক পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।