সৌমিত্র খাঁ এক-দু পয়সার নেতা’, নাম না করে কটাক্ষ অনুব্রতর

সৌমিত্র খাঁ এক-দু পয়সার নেতা’, নাম না করে কটাক্ষ অনুব্রতর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম,১ নভেম্বর,২০২০: মল্লারপুর থানার পুলিশ হেফাজতে এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক তর্জা তৃণমূল ও বিজেপির। বিজেপির তরফ থেকে প্রথমে ওই মৃত কিশোরকে ও তার পরিবারের সদস্যদের নিজেদের দলের সমর্থক বলে দাবি করা হয়, যদিও পরে মৃত ওই কিশোরের বাবা-মা জানান তারা তৃণমূলের সমর্থক।

আর এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার মল্লারপুরে ১২ ঘণ্টার ধর্মঘট ডাকা হয়। সেই ধর্মঘটে সামিল হতে এবং মল্লারপুর থানা ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করতে এদিন মল্লারপুরে এসে পৌঁছান বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। তিনি এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এদিন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক ইস্যুতে আক্রমণ করেন। আর এই সকল আক্রমণের প্রত্যুত্তর পাওয়া গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের থেকে।

অনুব্রত মণ্ডল এদিন সৌমিত্র খাঁয়ের নাম না করেই সৌমিত্র খাঁকে ‘এক দু পয়সার নেতা’ বলে কটাক্ষ করলেন। তিনি বলেন, “নোংরামি হচ্ছে। ওই এক পয়সা, দুই পয়সা, তিন পয়সার নেতা এলে যা হয়। ওর দাম তো হলো এক নয়া, দু নয়া, তিন নয়া। নাম বললে শরীর খারাপ হবে। নামটা বললেই বমি আসে।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top