উত্তর ২৪পরগণা:- নীল বাতি লাগানো গাড়ির ভিতরে তিন যুবক মদ্যপ অবস্থা,গাড়ির ভিতর কোন প্রভাবশালী কেউ ছিল না।চালক সহ চারজন,যার মধ্যে চালক বাদে প্রত্যেকেই মদ্যপ অবস্থায়।মধ্যমগ্রাম চৌমাথায় সরকারি নীল বাতি লাগানো একটি গাড়িতে মদ্যপ অবস্থায় গাড়ির ভিতর একাধিক যুবক।পুলিশের নজর পরতেই আটক গাড়ি।

রানাঘাট থেকে আসা একটি সুইফট ডিজায়ার গাড়ি সোদপুর রোড হয়ে মধ্যমগ্রামের দিকে আসার সময় মধ্যমগ্রাম সিগন্যালের যখন দাঁড়ায় গাড়িটি, তখন একটি স্করপিও নীল বাতি লাগানো সরকারি গাড়ি এসে ধাক্কা দেয় সুইফট ডিজায়ার গাড়িটিতে, তারপর নীল বাতির ভয় দেখানো হয় সুইফট ডিজার গাড়িচালককে, তৎক্ষণাৎ মধ্যমগ্রাম থানার অন্তর্গত ট্রাফিক বুথে খবর যাওয়াতে স্করপিও নীল বাতি লাগানো গাড়িটিকে আটক করে। তখন দেখে গাড়িটির ভিতর ড্রাইভার সহ আরো তিনজন আছে, এই তিনজন মদ্যপ অবস্থায় রয়েছে । তৎক্ষণাৎ নীল বাতি লাগানো গাড়িটিকে আটক করে মধ্যগ্রাম থানায় আনা হয়। মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয় স্করপিও নীল বাতি লাগানো গাড়িটির বিরুদ্ধে।কার গাড়ি,কোথা থেকে আসছে এই মদ্যপ যুবক,সবটাই ক্ষতিয়ে দেখছে পুলিশ।