বিজেপির নব নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ

বিজেপির নব নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কোলকাতা:-
প্রশিক্ষণের ব্যবস্থা ছিল নানা বিধায়কদের নিয়ে। কিভাবে কাজ করতে হবে বিধানসভায়।
আমাদের অনেক মানুষ মারা গেছে।রাজ্যপালের ভাষণে কোনো উলেখ নয়।যা সাধারণ মানুষের অপমান।আমরা চাই পুরসভা নির্বাচন হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে।আগে সেটা হক।তারপর উপনির্বাচন।


আসানসোল ডেপুটি মেয়র ভ্যাকসিন দেওয়া নিয়ে যেভাবে চালাচ্ছে! ভ্যাকসিন নিয়ে যেভাবে কালোবাজারি দু নাম্বারী চলছে টা অনেক লজ্যজনক।আমরা বিধানসভায় সরব হবো! প্রশিক্ষণ শিবির প্রসঙ্গে বলেন তৃণমূল জানে সংবিধানে কি আছে, তাদের আবার প্রশিক্ষণ কি তারা তো পাক্কা চোর বলে সম্বোধন করলেন! তার আগে শাকসবজির দাম কমান, তারপর ভাবা যাবে পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণ করে আন্তর্জাতিক মার্কেট কেন্দ্রীয় সরকারের হাতে এটা নেই আন্তর্জাতিক মার্কেটে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে সেই জন্যই এই দাম বৃদ্ধি তবে আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে দাম কমে যাবে! পেট্রোল-ডিজেলের যে রাজস্ব নাই সেটা আগে কমিয়ে দেখাক রাজ্য সরকার তাতে সাধারণ মানুষ সুবিধা পাবে সেটা আগে করুন! টিএমসি এখন অপশাসনের রাজনীতি করছে পেছনের দরজা দিয়ে সিএম হয়েছেন !আমরা এর বিরুদ্ধে সরব হব! কিছুদিন আগে মুকুল শুভেন্দুর নামে গালাগালি করত সব সময় ! গালিগালাজ করে সে তো এখন কাছের লোক হয়ে গেছে তাই, এখন শুভেন্দুর নামে যা তা বলছে এটাই ওদের সংস্কৃতি ও কালচার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top