নিউটাউন:- মদন মিত্রর ছেলারাই গন্ডগোল করেছে কেন ভাগবাটোয়ারা নিয়ে সব জায়গায় গন্ডগোল শুরু হয়ে গেছে গুলি গলা বম নিজেদের মধ্যে চলছে পার্টি অফিস ভেঙে দেয়া হচ্ছে টিএমসি কালচার এটা বিজেপি কালচারে বিশ্বাস করে না।

যারা মনে করেছে রেজাল্ট ঠিক হয়নি তারা ইলেকশন পিটিশন দাখিল করেছেন টিএমসি লোকজন রাগ করছেন আমাদের লোকজনরা করছেন অনেকে মনে হয়েছে করার জন্য করেছে
পেট্রোল প্রায় ১০০ টাকা লিটার সেই জন্য সরকার কে লোকাল ট্রেন এবং মেট্রো ট্রেন চালাতে হবে যাতে সাধারণ মানুষের উপরে চাপ কম আছে পেট্রোল-ডিজেলের দাম আজ নয় অনেক বছর থেকে বাড়ছে যেটা সরকারের হাতে পুরোটা নেই।



















