রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভুয়ো মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করলেন ডি ওয়াই এফ এই এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জী

রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভুয়ো মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করলেন ডি ওয়াই এফ এই এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আসানসোল:- কুলটি বাম ছাত্র ও যুব সংগঠনের নেত্ব্রীতে লছিপুর চবকা ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে কুলটি বোরো অফিসে বিক্ষোভ কর্মসূচি ।বিগত শনিবার কুলটির লচ্ছিপুরের যৌন পল্লীতে আসানসোল পৌরনিগমের উদ্যোগে এলাকার যৌন কর্মীদের ভ্যাকসিন দেয়ার শিবির চলাকালীন প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়র তথা বর্তমান পৌরনিগমের প্রশাসক সদস্যা তবাসুম আরা।

সেখানে তিনি নিজের ইচ্ছে তে ডাক্তার ও নার্সদের উপস্থিতি তে এক যৌন কর্মীর শরীরে ভ্যাকসিন প্রয়ােগ করে আর এই ঘটনা সামনে আসতেই বিতর্কের মধ্যে জড়ান !তারই প্রতিবাদে কুলটি জোনাল ডি ওয়াই এফ আই ও এস এফ আই নেতৃত্বে আজকে আসানসোল পৌরনিগমের কুলটি বোরো কার্যালয়ে সামনে বিক্ষোভ পদর্শন ও স্বারকলিপি প্ৰদান এতে উপস্থিত ছিলেন নন্দিগ্রামের সিপিআইএম প্রাথী মীনাক্ষী মুখার্জী এই প্রসঙ্গে মীনাক্ষী মুখার্জী কী বললেন শুনে নেওয়া যাক ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top