কোলকাতা:- ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করতে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন , তিনি যদি আজকে না থাকতেন তাহলে পশ্চিমবাংলা টা মিনি পাকিস্তান ও পশ্চিম বাংলাদেশ হয়ে যেত এখানে সব জিহাদিরা রাজত্ব করত।

নিজাম প্যালেসে ১৭ ই মে জ্বলজ্বল করছে ওই দিনটাতে মুখ্যমন্ত্রী নিজে নিজাম প্যালেস ঢোকে দুধেল গাই দের বাঁচাতে! তখন কি কোভিড প্রটোকল মানা হয়েছিল? এখন সবাই সবকিছু বোঝে সোশ্যাল মিডিয়ার যুগে ।গতকাল একটা মারাত্মক ইস্যু নিয়ে যে কলকাতা কর্পোরেশন অভিযান ডাকা হয়েছিল তাতে পুলিশের এত সক্রিয়তা এটা অত্যন্ত নিন্দনীয় এবং যেভাবে একজন বর্ষীয়ান এম এল এ কে যেভাবে মারা হয়েছে তার বাইপাস সার্জারি আছে সেটা অত্যন্ত নিন্দনীয়। এই ক্ষেত্রে অতি সক্রিয়তা কেন? বিধান পরিষদ নিয়ে তিনি বিধানসভা তে বলবেন বলে জানান ।



















