জয়নগর-মজিলপুর, ডায়মণ্ডহারবার পুরসভার প্রশাসক (Municipal Administrator)

জয়নগর-মজিলপুর, ডায়মণ্ডহারবার পুরসভার প্রশাসক (Municipal Administrator)

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Municipalty
জয়নগর-মজিলপুর, ডায়মণ্ডহারবার পুরসভার প্রশাসক ( Municipal Administrator )
ছবি সংগ্রহে সাইন টিভি

পুর ( Municipal  )নির্বাচনের মুখেই ফের বদল হল বারুইপুর, জয়নগর-মজিলপুর, সোনারপুর-রাজপুর, ডায়মণ্ডহারবার, বজবজ পুরসভার প্রশাসক বোর্ড ( Municipal Administrator )। মঙ্গলবার রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তরের লিখিত নির্দেশে এই প্রশাসনিক বদল করা হল। বারুইপুর পুরসভার ( Municipal  ) দুই সদস্যের প্রশাসকমণ্ডলীর বোর্ড চলছিল। তা পরিবর্তন হয়ে ৬ সদস্যর পুর বোর্ড করা হয়েছে। পাশাপাশি পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাসকে সরিয়ে দিয়ে ১৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী পুরপিতা স্বপন মণ্ডলকে দায়িত্বভার দেওয়া হয়েছে।

আর ও পড়ুন  আজ রাজ্য জুড়ে পালিত হল ‘খেলা হবে’ দিবস ( Khela Hobe Dibas )

 

প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান পদে শক্তি রায়চৌধুরিই বহাল রয়েছেন। ৬ সদস্যের বোর্ডে মিলু গুহঠাকুরতা, তাপস ভদ্র, তাপস মণ্ডল, রানু সরদার জায়গা পেয়েছেন। নতুন ভাইস চেয়ারম্যান পদের দায়িত্ব পেয়ে স্বপন মণ্ডল বলেন, পুর এলাকার মানুষদের জন্য কাজ করার আরও দায়িত্ব বাড়ল। এদিনই পুরসভার দায়িত্ব ভার  এদিন জয়নগর-মজিলপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল কংগ্রেসের সুজিত সরখেলকে। তার জায়গায় সেই দায়িত্ব পালন করবেন ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা সুকুমার হালদার ও ভাইস চেয়ারম্যানের পদে কংগ্রেসের তুষার কান্তি রায়কে কে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

ফরিদা বেগম শেখ, রথীণ মণ্ডল সহ চার সদস্যর প্রশাসকমণ্ডলী গঠন হয়েছে। প্রসঙ্গত, জয়নগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর চক্রবর্তীকে সরিয়ে রথীন মণ্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে।  অন্যদিকে, সোনারপুর-রাজপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান পদে ডঃ পল্লব দাসকে বহাল রাখা হয়েছে। বদল করা হয়েছে ভাইস চেয়ারম্যানকে। প্রশাসকমণ্ডলীর বোর্ডেও কুহেলি ঘোষ, রঞ্জিত মণ্ডল, কার্ত্তিক বিশ্বাস, অশোকা মিরধা সহ ৬ জন বিদায়ী পুরপিতা-মাতাকে রাখা হয়েছে।

 

আর ও পড়ুন  ঢাকার আর্টিজান জঙ্গি হামলার ঘটনা নিয়ে এবার সিনেমা (Cinema) হচ্ছে বলিউডে (Bollywood)

 

বাদ পড়েছেন একদা প্রশাসকমণ্ডলীর সদস্য নজরুল আলি মণ্ডল। ডায়মণ্ডহারবার পুরসভার প্রশাসক বোর্ড এতদিন সামলেছিলেন ডায়মণ্ডহার মহকুমাশাসক। এবার তার পরিবর্তন হয়ে প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান পদে আনা হয়েছে বিদায়ী পুরপিতা প্রনব দাসকে।

 

ভাইস চেয়ারম্যান পদ দেওয়া হয়েছে বিদায়ী পুরপিতা দেবকি হালদারকে। বজবজ পুরসভার প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান পদ থেকে গৌতম দাসগুপ্ত কে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে লুতফর হোসেনকে। প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান পদে বহাল রয়েছেন ফুলু দে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top