কালো রঙই আপনার জীবনে আনতে পারে সুখ-সমৃদ্ধি। ‘কালো যদি মন্দ তবে, চুল পাকিলে কান্দো কেনে?’ কত যুগ আগে করা হয়েছিল এই প্রশ্ন? অথচ অনেকের কাছেই ‘কালো’ এখনো অশুভ৷ ‘কালো’ মেয়ে অনেক ভালো হলেও তাঁর পাত্র মেলা দায়৷ অন্যদিকে সাদা মানেই নাকি শুভ্র, শুভ- শান্তির অপর নাম! শ্বেত কপোত শান্তির প্রতীক৷ অন্যদিকে কালো কাক, কালো প্যাঁচা সবই নাকি অশুভ! কবে, কে ‘আবিষ্কার’ করেছিল এ সব? তা আমাদের জানা নেই।
সকলকেই খারাপ সময়ে একবার আসে। এমন সময়ও আসে যখন মনে হয়, কিছুই যেন ঠিক হচ্ছে না। হাজার চেষ্টা করেও কাঙ্খিত ফল মিলছে না। কাজে মিলছে না সাফল্য, ব্যবসাতেও ক্রমাগত লোকসান হচ্ছে। বাস্তু বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে বাড়ির একটি নির্দিষ্ট অংশে কালো রং করা উচিত। বাস্তু বিশেষজ্ঞদের মতে, কালো রং মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালো রং হল জলের উপাদান। আর জলই তো জীবন। এতে যেমন প্রাণী জগতের প্রাণ রক্ষা হয়, তেমনই উদ্ভিদের শাখা-প্রাশাখায় জীবনের সঞ্চার হয়। তাই এই রংটি মানুষের বিপদ কাটাতেও সাহায্য করে বলে মত বাস্তু বিশেষজ্ঞের।
আর ও পড়ুন ওয়ান নাইট স্ট্যান্ড’ -এর সুফল
ব্যবসায় মন্দা যাচ্ছে। হাজার চেষ্টা করেও লাভ হচ্ছে না। উলটে সামান্য কারণেই সমস্ত কিছু বিগড়ে যাচ্ছে। তাহলে বাড়ির দক্ষিণ-পশ্চিম দেওয়ালের কিছুটা অংশে কালো রং করুন। কালো রঙের প্রভাবে সমস্ত অশুভ শক্তির প্রভাব নষ্ট হয়ে যাবে। কালো রঙ সংসারে সুখ ও সমৃদ্ধি আনে। এমনকী, ব্যবসাতে লাভ হতেও শুরু করবে বলে মত বিশেষজ্ঞদের। শুধু ব্যবসার ক্ষেত্রেই নয় বাড়ির দক্ষিণ-পশ্চিম দেওয়ালে কালো রঙ করা হলে আরও অনেক কিছুর সমস্যা সমাধান হয়।
উল্লেখ্য, কালো রঙই আপনার জীবনে আনতে পারে সুখ-সমৃদ্ধি। ‘কালো যদি মন্দ তবে, চুল পাকিলে কান্দো কেনে?’ কত যুগ আগে করা হয়েছিল এই প্রশ্ন? অথচ অনেকের কাছেই ‘কালো’ এখনো অশুভ৷ ‘কালো’ মেয়ে অনেক ভালো হলেও তাঁর পাত্র মেলা দায়৷ অন্যদিকে সাদা মানেই নাকি শুভ্র, শুভ- শান্তির অপর নাম! শ্বেত কপোত শান্তির প্রতীক৷ অন্যদিকে কালো কাক, কালো প্যাঁচা সবই নাকি অশুভ! কবে, কে ‘আবিষ্কার’ করেছিল এ সব? তা আমাদের জানা নেই। সকলকেই খারাপ সময়ে একবার আসে।
এমন সময়ও আসে যখন মনে হয়, কিছুই যেন ঠিক হচ্ছে না। হাজার চেষ্টা করেও কাঙ্খিত ফল মিলছে না। কাজে মিলছে না সাফল্য, ব্যবসাতেও ক্রমাগত লোকসান হচ্ছে। বাস্তু বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে বাড়ির একটি নির্দিষ্ট অংশে কালো রং করা উচিত। বাস্তু বিশেষজ্ঞদের মতে, কালো রং মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালো রং হল জলের উপাদান। আর জলই তো জীবন। এতে যেমন প্রাণী জগতের প্রাণ রক্ষা হয়, তেমনই উদ্ভিদের শাখা-প্রাশাখায় জীবনের সঞ্চার হয়। তাই এই রংটি মানুষের বিপদ কাটাতেও সাহায্য করে বলে মত বাস্তু বিশেষজ্ঞের।