হিঙ্গলগঞ্জ বিজেপি সিপিএম থেকে তিন শতাধিক তৃণমূলে যোগদান। সুন্দরবনের বিরোধী শিবিরে ভাঙ্গন। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ বিধানসভার ১৩,নম্বর সান্ডেলবিল এলাকায় বিজেপি সিপিএম থেকে ৩০০, জন তৃণমূলে যোগদান করলেন।
তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূলের ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী, শিক্ষক নেতা তুষার মন্ডল এস,টি,সেলের সভাপতি মহাবীর বর্মন সহ একাধিক নেতৃতরা এলাকায় তৃণমূল নেতৃত্ব যখন ভবঘুরে, দুস্ত, সাধারণ মানুষকে শীতের বস্ত্র দিচ্ছিলেন, সে সময় সিপিএম নেতা পুলিন মণ্ডলের নেতৃত্বে সিপিএম ও বিজেপি মিছিল করে তৃণমূলে যোগদান করলেন। বেশিরভাগই দলত্যাগী ছিল মহিলারা।
পুলিন বাবু জানান, দীর্ঘদিন সিপিএমের পার্টির সদস্য ছিলাম সংগঠনের কাজ করতাম, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার বহু মুখি উন্নয়নের প্রকল্পের কাজ করতে, আজ আমরা দলে যোগদান করলাম। যাতে সুন্দরবনের প্রান্তিক মানুষের সমস্ত কাজ একদিনে করতে পারব। অন্যদিকে তাদের পাশে দাঁড়ানো যাবে,আগামী দিনে আমরা মানুষের কাজ করতেই আজকের এই যোগদান করলাম। ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী বলেন, বরাবরই হিঙ্গলগঞ্জ বিজেপি শক্ত সংগঠন।
আর ও পড়ুন দক্ষিন দিনাজপুর জেলার ফরেস্ট সংলগ্ন পিকনিক স্পটে বনভোজন বন্ধ রাখার নোটিশ
যেভাবে রাজ্য কলকাতা পৌরনিগমের তৃণমূলের যেভাবে জয় এসেছে, বিরোধী-শূন্য হয়ে গেছে। তাই যত সময় যাবে বিরোধীদলকে তৃণমূলে যোগদান এর সংখ্যা বাড়বে। দলের নির্দেশ মেনে ধাপে ধাপে তৃণমূলে যোগদান করাব। মানুষ উন্নয়নের পক্ষে দাঁড়াতে চাইছে। ২০২৩,সালে পঞ্চায়েত নির্বাচনে হিঙ্গলগঞ্জ বিধানসভায় আরো শক্তিশালী সংগঠন হল মনে করেন রাজনৈতিক মহল।
উল্লেখ্য, হিঙ্গলগঞ্জ বিজেপি সিপিএম থেকে তিন শতাধিক তৃণমূলে যোগদান। সুন্দরবনের বিরোধী শিবিরে ভাঙ্গন। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ বিধানসভার ১৩,নম্বর সান্ডেলবিল এলাকায় বিজেপি সিপিএম থেকে ৩০০, জন তৃণমূলে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূলের ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী, শিক্ষক নেতা তুষার মন্ডল এস,টি,সেলের সভাপতি মহাবীর বর্মন সহ একাধিক নেতৃতরা এলাকায় তৃণমূল নেতৃত্ব যখন ভবঘুরে, দুস্ত, সাধারণ মানুষকে শীতের বস্ত্র দিচ্ছিলেন, সে সময় সিপিএম নেতা পুলিন মণ্ডলের নেতৃত্বে সিপিএম ও বিজেপি মিছিল করে তৃণমূলে যোগদান করলেন। বেশিরভাগই দলত্যাগী ছিল মহিলারা।