রামকৃষ্ণ মঠের ভেতরে দিনে দুপুরে ভক্তদের সোনার গহনা হার ছিনতাই। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত শেঠপুকুর রামকৃষ্ণ মঠের ভেতরে দিনে দুপুরে ভক্তদের সোনার গহনা হার ছিনতাই । আজ সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে বিশেষ উৎসব থাকায় প্রচুর মানুষের ভিড় হয়েছিল রামকৃষ্ণ মঠে।
সেই সুযোগেই দুষ্কৃতীরা তিন-চারজনের সোনার হার ছিনতাই করেছে বলে অভিযোগ। পরে ক্ষতিগ্রস্ত ভক্তরা বারাসাত থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। ভক্তরা যখন দুপুরে প্রসাদ গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে ছিল সেই সময় দুষ্কৃতীরা সোনার হার গুলি গলার থেকে ছিনতাই করে পালায় ।
উত্তর 24 পরগনা জেলা সদর বারাসাত শেঠপুকুর লাগোয়া শিবা নন্দ মহারাজের আশ্রম তথা রামকৃষ্ণ মঠ ও মিশনের এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্কিত বারাসাত বাসী। অভিযোগ পেয়ে ঘটনা তদন্তে নামে বারাসাত থানার পুলিশ । প্রশাসনের তরফ থেকে কথা বলা হয় মঠ ও মিশনের অধ্যক্ষের সঙ্গে। মিশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।
কদিন আগেই আমডাঙা থানার ঢিলছোড়া দূরত্বে আমডাঙ্গা করুণাময়ী মন্দিরে মা কালীর বিগ্রহের বহুমূল্যবান সোনার গহনা চুরি যায়। সপ্তাহ না কাটতেই ফের বারাসাতের রামকৃষ্ণ মঠের ছিনতাইয়ের ঘটনা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে বারাসাত জেলা পুলিশের কপালে ।
আর ও পড়ুন দক্ষিন দিনাজপুর জেলার ফরেস্ট সংলগ্ন পিকনিক স্পটে বনভোজন বন্ধ রাখার নোটিশ
উল্লেখ্য,রামকৃষ্ণ মঠের ভেতরে দিনে দুপুরে ভক্তদের সোনার গহনা হার ছিনতাই। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত শেঠপুকুর রামকৃষ্ণ মঠের ভেতরে দিনে দুপুরে ভক্তদের সোনার গহনা হার ছিনতাই । আজ সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে বিশেষ উৎসব থাকায় প্রচুর মানুষের ভিড় হয়েছিল রামকৃষ্ণ মঠে।সেই সুযোগেই দুষ্কৃতীরা তিন-চারজনের সোনার হার ছিনতাই করেছে বলে অভিযোগ। পরে ক্ষতিগ্রস্ত ভক্তরা বারাসাত থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।
ভক্তরা যখন দুপুরে প্রসাদ গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে ছিল সেই সময় দুষ্কৃতীরা সোনার হার গুলি গলার থেকে ছিনতাই করে পালায় ।উত্তর 24 পরগনা জেলা সদর বারাসাত শেঠপুকুর লাগোয়া শিবা নন্দ মহারাজের আশ্রম তথা রামকৃষ্ণ মঠ ও মিশনের এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্কিত বারাসাত বাসী। অভিযোগ পেয়ে ঘটনা তদন্তে নামে বারাসাত থানার পুলিশ । প্রশাসনের তরফ থেকে কথা বলা হয় মঠ ও মিশনের অধ্যক্ষের সঙ্গে। মিশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।
কদিন আগেই আমডাঙা থানার ঢিলছোড়া দূরত্বে আমডাঙ্গা করুণাময়ী মন্দিরে মা কালীর বিগ্রহের বহুমূল্যবান সোনার গহনা চুরি যায়। সপ্তাহ না কাটতেই ফের বারাসাতের রামকৃষ্ণ মঠের ছিনতাইয়ের ঘটনা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে বারাসাত জেলা পুলিশের কপালে ।