হালিশহরে বোমা বিস্ফোরণ, মৃত ১, নিখোঁজ ২। হালিশহর কোনো মোড়ের জগন্নাথ ঘাটের ধারে বোমা বিস্ফোরণ মৃত ১, নিখোঁজ ২, আহত আরও একাধিক। বীজপুর থানার হালিশহর কোনা মোড়ের জগন্নাথ ঘাটের ধারে বৃহস্পতিবার বিকেলে বোমা বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত এক যুবক। তাঁর নাম সুমিত সিং ( ১৯)। তাঁর দেহ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
বিস্ফোরণের পর দুই যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আহত আরও তিন- চারজন। স্থানীয়রা জানান, এদিন বিকেলে বিকট শব্দ শুনে তারা ঘাটের পাশে ছুটে যান। সেখানে তারা কয়েকজনকে পড়ে থাকতে দেখে। ঘটনার তদন্তে যান বীজপুর থানার পুলিশ ও ডিসি নর্থ শ্রীহরি পান্ডে-সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারের অধিকারিকরা। স্থানীয় বাসিন্দা রাহুল সিং বলেন, বিকট শব্দ পেয়ে ছুটে যাই ঘটনাস্থলে।
সেখান থেকে কাকার ছেলে সুমিত সিংয়ের মৃতদেহ উদ্ধার করে। নিজের ভাই রোহিত সিং ও তার বন্ধু রোহিত চৌধুরীর খোঁজ মেলেনি। তবে ধপধপ করে দুজনকে গঙ্গায় পড়তে দেখেছি। তবে পরপর দুটি বোমা ফেটে কতজনের মৃত্যু হয়েছে, কতজন আহত এখনও পরিষ্কার নয়।
আর ও পড়ুন মধ্যমগ্রামের একটি বেসরকারী রং কারখানায় ভয়াবহ আগুন
উল্লেখ্য, হালিশহরে বোমা বিস্ফোরণ, মৃত ১, নিখোঁজ ২। হালিশহর কোনো মোড়ের জগন্নাথ ঘাটের ধারে বোমা বিস্ফোরণ মৃত ১, নিখোঁজ ২, আহত আরও একাধিক। বীজপুর থানার হালিশহর কোনা মোড়ের জগন্নাথ ঘাটের ধারে বৃহস্পতিবার বিকেলে বোমা বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত এক যুবক। তাঁর নাম সুমিত সিং ( ১৯)। তাঁর দেহ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। বিস্ফোরণের পর দুই যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আহত আরও তিন- চারজন। স্থানীয়রা জানান, এদিন বিকেলে বিকট শব্দ শুনে তারা ঘাটের পাশে ছুটে যান। সেখানে তারা কয়েকজনকে পড়ে থাকতে দেখে।
ঘটনার তদন্তে যান বীজপুর থানার পুলিশ ও ডিসি নর্থ শ্রীহরি পান্ডে-সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারের অধিকারিকরা। স্থানীয় বাসিন্দা রাহুল সিং বলেন, বিকট শব্দ পেয়ে ছুটে যাই ঘটনাস্থলে। সেখান থেকে কাকার ছেলে সুমিত সিংয়ের মৃতদেহ উদ্ধার করে। নিজের ভাই রোহিত সিং ও তার বন্ধু রোহিত চৌধুরীর খোঁজ মেলেনি। তবে ধপধপ করে দুজনকে গঙ্গায় পড়তে দেখেছি। তবে পরপর দুটি বোমা ফেটে কতজনের মৃত্যু হয়েছে, কতজন আহত এখনও পরিষ্কার নয়।
অবশেষে পাবলিকের হাতে ধরা পরল বোমা বিস্ফোরণের মূল অভিযুক্ত বিট্টু জয়সওয়াল ও তার এক সঙ্গী গঙ্গার ধার দিয়ে পালানোর চেষ্টা করছিল পাবলিক হাতেনাতে দেখে অবশেষে পুলিশের হাতে তুলে দেয় ক্ষিপ্ত জনতা।