মাধ্যমিকে টুকলিতে বাধা- স্কুলের ল্যাবে ঢুকে তান্ডব ও ভাঙচুর চালাল পরীক্ষার্থীরা! মাধ্যমিক পরীক্ষায় ঘটে যাওয়া এক ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ল একটি বিদ্যালয়ে। জানা গেছে বালুরঘাটের জয়চাঁদ লাল প্রগতি বিদ্যাচক্রে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা।সূত্রের খবর,বুধবার,সকালে স্কুলের শিক্ষকরা ভূগোলের ল্যাবে ঢুকে দেখেন ভেতরের ব্যারোমিটার গ্লোব আলমারি ও অন্যান্য জিনিসপত্রকে কেউ ভাঙচুর ও লন্ডভন্ড করেছে।এরপরেই ঘটনাটি নিয়ে থানায় স্কুল কর্তৃপক্ষের তরফে অভিযোগ জানানো হয়।
সূত্রের খবরে জানা গেছে, স্কুলটিতে সিট পড়েছিল বালুরঘাট হাইস্কুল নামের আরেক স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের।এই নিয়ে অভিযোগ উঠেছে গত ৮ই মার্চ ইংরেজি পরীক্ষায় সেই ষ্কুলের কয়েকজন পরীক্ষার্থীকে টুকলিতে বাধা দেওয়া হয়। তাই ঐদিন প্রথমে তারা লাইব্রেরির বইগুলি জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। তারপর মংগলবার রাতে ল্যাবে ঢুকে সেই পরীক্ষার্থীরাই ল্যাবে ভাঙচুর চালায় বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।যথারীতি বালুরঘাট হাইস্কুলের তরফে প্রধান শিক্ষক মংগলবারের ঘটনায় তাদের জড়িত থাকার অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছেন বলে জানা গেছে।
আর ও পড়ুন নন্দীগ্রাম দিবসে টুইটে ২০০৭-র ঘটনা স্মরণ করলেন মমতা
উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষায় ঘটে যাওয়া এক ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ল একটি বিদ্যালয়ে। জানা গেছে বালুরঘাটের জয়চাঁদ লাল প্রগতি বিদ্যাচক্রে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা।সূত্রের খবর,বুধবার,সকালে স্কুলের শিক্ষকরা ভূগোলের ল্যাবে ঢুকে দেখেন ভেতরের ব্যারোমিটার গ্লোব আলমারি ও অন্যান্য জিনিসপত্রকে কেউ ভাঙচুর ও লন্ডভন্ড করেছে।এরপরেই ঘটনাটি নিয়ে থানায় স্কুল কর্তৃপক্ষের তরফে অভিযোগ জানানো হয়।সূত্রের খবরে জানা গেছে, স্কুলটিতে সিট পড়েছিল বালুরঘাট হাইস্কুল নামের আরেক স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের।
এই নিয়ে অভিযোগ উঠেছে গত ৮ই মার্চ ইংরেজি পরীক্ষায় সেই ষ্কুলের কয়েকজন পরীক্ষার্থীকে টুকলিতে বাধা দেওয়া হয়। তাই ঐদিন প্রথমে তারা লাইব্রেরির বইগুলি জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। তারপর মংগলবার রাতে ল্যাবে ঢুকে সেই পরীক্ষার্থীরাই ল্যাবে ভাঙচুর চালায় বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।যথারীতি বালুরঘাট হাইস্কুলের তরফে প্রধান শিক্ষক মংগলবারের ঘটনায় তাদের জড়িত থাকার অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছেন বলে জানা গেছে।