ট্যারান্টুলা মিলল এবার দেগঙ্গায়। আতঙ্কে পরিবার। ঝুঁকি নিয়ে তাঁকে বোতলবন্দী করল বাড়ির গৃহকর্ত্রী। এমন ছবি ধরা পড়ল শনিবার সকালে দেগঙ্গার কার্তিকপুর অনুপ নন্দীর বাড়িতে। অস্ট্রেলিয়ান এই ট্যারান্টুলা কি করে দেগঙ্গায় মিলল তার নিয়ে আতঙ্কগ্রস্ত নন্দী পরিবার।
পরিবার জানিয়েছেন, এদিন ডলি নন্দী বাড়ির সামনে ফুলের গাছ পরিচর্যা করতে গিয়ে এই কালো রঙের লোম যুক্ত অদ্ভুত মকড়সা দেখতে পান। পরে গুগল লেন্স ঘেঁটে ছবি দেখে বলি নন্দীর ছেলে অরিজিৎ নন্দী জানতে পারে এটি ট্যারান্টুলা। আর কতগুলো আছে তার ভয়ে ওই পরিবার। পরিবারের পক্ষ থেকে বন দফতরের সাহায্যের আবেদন হয়েছে।
উল্লেখ্য, ট্যারান্টুলা মিলল এবার দেগঙ্গায়। আতঙ্কে পরিবার। ঝুঁকি নিয়ে তাঁকে বোতলবন্দী করল বাড়ির গৃহকর্ত্রী। এমন ছবি ধরা পড়ল শনিবার সকালে দেগঙ্গার কার্তিকপুর অনুপ নন্দীর বাড়িতে। অস্ট্রেলিয়ান এই ট্যারান্টুলা কি করে দেগঙ্গায় মিলল তার নিয়ে আতঙ্কগ্রস্ত নন্দী পরিবার।
পরিবার জানিয়েছেন, এদিন ডলি নন্দী বাড়ির সামনে ফুলের গাছ পরিচর্যা করতে গিয়ে এই কালো রঙের লোম যুক্ত অদ্ভুত মকড়সা দেখতে পান। পরে গুগল লেন্স ঘেঁটে ছবি দেখে বলি নন্দীর ছেলে অরিজিৎ নন্দী জানতে পারে এটি ট্যারান্টুলা। আর কতগুলো আছে তার ভয়ে ওই পরিবার। পরিবারের পক্ষ থেকে বন দফতরের সাহায্যের আবেদন হয়েছে।
আর ও পড়ূন সুন্দরবনে ঘুরতে এসে বাঘের দর্শন পর্যটকদের
ট্যারান্টুলা মিলল এবার দেগঙ্গায়। আতঙ্কে পরিবার। ঝুঁকি নিয়ে তাঁকে বোতলবন্দী করল বাড়ির গৃহকর্ত্রী। এমন ছবি ধরা পড়ল শনিবার সকালে দেগঙ্গার কার্তিকপুর অনুপ নন্দীর বাড়িতে। অস্ট্রেলিয়ান এই ট্যারান্টুলা কি করে দেগঙ্গায় মিলল তার নিয়ে আতঙ্কগ্রস্ত নন্দী পরিবার।
পরিবার জানিয়েছেন, এদিন ডলি নন্দী বাড়ির সামনে ফুলের গাছ পরিচর্যা করতে গিয়ে এই কালো রঙের লোম যুক্ত অদ্ভুত মকড়সা দেখতে পান। পরে গুগল লেন্স ঘেঁটে ছবি দেখে বলি নন্দীর ছেলে অরিজিৎ নন্দী জানতে পারে এটি ট্যারান্টুলা। আর কতগুলো আছে তার ভয়ে ওই পরিবার। পরিবারের পক্ষ থেকে বন দফতরের সাহায্যের আবেদন হয়েছে।