বিয়ের দাবিতে বিএসএফ জওয়ান প্রেমিকের বাড়ির সামনে রাতভর ধর্না প্রেমিকার

বিয়ের দাবিতে বিএসএফ জওয়ান প্রেমিকের বাড়ির সামনে রাতভর ধর্না প্রেমিকার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
জওয়ান

বিয়ের দাবিতে বিএসএফ জওয়ান প্রেমিকের বাড়ির সামনে রাতভর ধর্না প্রেমিকার। দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকার পরেও বিয়ে করতে প্রেমিক বেঁকে বসায় ধর্না প্রেমিকার। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ এ এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

বিয়ের জন্য 4 বছর আগে স্থানীয় ঘটকের সূত্রে আলাপ হলেও বিয়ে হয়নি। কিন্তু তৈরি হয়েছিল প্রেমের সম্পর্ক । 4বছরের প্রেমের সম্পর্ক একসময় গড়ায় শারিরিক সম্পর্কেও।কিন্তু বছর পেরোলেও সম্প্রতি সব যোগাযোগ বন্ধ করে বিয়ের থেকে মুখ ফেরায় প্রেমিক সুজয় রায়। অবশেষে প্রেমের সম্পর্ক ফিরে পেতে ও স্ত্রীর মর্যাদা চেয়ে, এবার সুজয় রায়ের বাড়ির সামনে ধর্নায় বসেছেন যুবতী ।

 

ঘটনাটি ঘটেছে, পশ্চিমবঙ্গের উত্তরের জেলা কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের রানীরহাট অঞ্চলের, বোকনাবান্ধা এলাকায়। যুবতীর অভিযোগ, তাঁদের চার বৎসরের প্রেমের সম্পর্ক । কয়েকদিন পূর্বে তাঁদের রেজিস্ট্রি বিবাহ পর্যন্ত হয়েছে বলেও দাবি প্রেমিকা স্মিতা দাসের(পরিবর্তিত নাম) । এর পরেও ইদানিং ওই যুবক তাকে এরিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন। অভিযোগ ফোনে যোগাযোগ করলেও ফোন তুলছে না। যার ফলে ধর্নায় বসতে বাধ্য হয়েছে সে ।

 

আর ও পড়ুন      রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে

 

যুবকের কাকা কমল রায়ের বলেন ভাইপো কাজের সুত্রে এখন বাইরে আছে। এই বিষয়ে কিছুই জানেন না তিনি। রেজিস্ট্রির বিষয়টি সম্পর্কেও তারা একেবারেই অবগত নন। দু জনের মধ্যে সম্পর্ক ছিল কিনা সে নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। যদিও যুবতীর নিরাপত্তা র বিষয়ে মাথায় রেখে রাতেই থানার দ্বারস্থ হন তিনি।

 

উল্লেখ্য,বিয়ের দাবিতে বিএসএফ জওয়ান প্রেমিকের বাড়ির সামনে রাতভর ধর্না প্রেমিকার। দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকার পরেও বিয়ে করতে প্রেমিক বেঁকে বসায় ধর্না প্রেমিকার। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ এ এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।বিয়ের জন্য 4 বছর আগে স্থানীয় ঘটকের সূত্রে আলাপ হলেও বিয়ে হয়নি। কিন্তু তৈরি হয়েছিল প্রেমের সম্পর্ক । 4বছরের প্রেমের সম্পর্ক একসময় গড়ায় শারিরিক সম্পর্কেও।কিন্তু বছর পেরোলেও সম্প্রতি সব যোগাযোগ বন্ধ করে বিয়ের থেকে মুখ ফেরায় প্রেমিক সুজয় রায়। অবশেষে প্রেমের সম্পর্ক ফিরে পেতে ও স্ত্রীর মর্যাদা চেয়ে, এবার সুজয় রায়ের বাড়ির সামনে ধর্নায় বসেছেন যুবতী ।

 

ঘটনাটি ঘটেছে, পশ্চিমবঙ্গের উত্তরের জেলা কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের রানীরহাট অঞ্চলের, বোকনাবান্ধা এলাকায়। যুবতীর অভিযোগ, তাঁদের চার বৎসরের প্রেমের সম্পর্ক । কয়েকদিন পূর্বে তাঁদের রেজিস্ট্রি বিবাহ পর্যন্ত হয়েছে বলেও দাবি প্রেমিকা স্মিতা দাসের(পরিবর্তিত নাম) । এর পরেও ইদানিং ওই যুবক তাকে এরিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন। অভিযোগ ফোনে যোগাযোগ করলেও ফোন তুলছে না। যার ফলে ধর্নায় বসতে বাধ্য হয়েছে সে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top